আয়ারল্যান্ডের বিপক্ষে নতুন মুখ মৃত্যুঞ্জয়
আপাতত মূল লক্ষ্য এশিয়া কাপ ও বিশ্বকাপ। দুই টুর্নামেন্টে তারাই খেলবে যারা ছাপ রাখবে আয়ারল্যান্ড ও আফগানিস্তান সিরিজে। সেই সুযোগটাই হয়তো পাচ্ছেন না আফিফ হোসেন এবং নাসুম আহমেদ। তাদের বাদের খাতায় রেখেই আয়ারল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। যেখানে নতুন মুখ মৃত্যুঞ্জয় চৌধুরী।
দেশের মাটিতে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। সামনের মাসে একই প্রতিপক্ষের বিপক্ষে সুপার লিগের অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। তারই জন্য রবিবার (৯ এপ্রিল) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডে দল সবমিলে এসেছে তিন পরিবর্তন। আফিফ-নাসুম ছাড়াও নেই তাসকিন আহমেদ। চোটের কারণে রাখা হয়নি তাকে। বিপরীতে নেওয়া হয়েছে দুইজনকে। মৃত্যুঞ্জয় ছাড়া অপর জন হলেন স্পিনার তাইজুল ইসলাম।
উল্লেখ্য, দেশের মাটিতে আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ওয়ানডে দলে ছিল ১৬ ক্রিকেটার।
চলতি মাসের শেষ সপ্তাহে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। চেমসফোর্ডে কাউন্টি গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ। ম্যাচ তিনটি হবে যথাক্রমে ৯, ১২ ও ১৪ মে। সুপার লিগের অধীনে হলেও সিরিজটি টাইগারদের জন্য নিছক আনুষ্ঠানিকতার।
ইতোমধ্যে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। তবে লিগ টেবিলে সেরা আটে থাকার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে আইরিশরা। বাঁচিয়ে রাখা স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়েই ভিনদেশে টাইগারদের মুখোমুখি হবেন অ্যান্ড্রু বালবির্নিরা।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।
এসজি