বিশ্বকাপ পরিকল্পনায় ডুব দিয়েছেন নান্নু
সেরা ছন্দে বাংলাদেশ ক্রিকেট দল। দেশের মাটিতে ছড়ি ঘুরিয়েছে ইংলিশ ও আইরিশদের বিপক্ষে। টাইগাররা ব্যাট-বল হাতে যতটা জ্বলে উঠছে, ততটাই ঊর্ধ্বমুখী হচ্ছে ভক্তদের প্রত্যাশার পারদ। সমর্থকদের মতো সাকিব-তামিমরাও স্বপ্ন বুনেছেন ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে। বসে নেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেহীন নান্নু ও তার প্যানেল। ইতোমধ্যে বিশ্বকাপ পরিকল্পনায় ডুব দিয়েছেন তারা।
বছরের শেষে অক্টোবর-নভেম্বরে ভারতে হবে বিশ্বকাপ। অর্থাৎ কন্ডিশন নিয়ে বাড়তি দুর্ভাবনা থাকছে না টাইগার শিবিরে। তাই তো মাসখানেক আগে সৌরভ গাঙ্গুলী লাল-সবুজ দেশে এসে বলে গেছেন, ‘ওরা (টাইগাররা) ছন্দ ধরে রাখতে পারলে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে।’
সৌরভের ওমন বক্তব্যের পরই দেশের মাটিতে দুই প্রতিপক্ষকে শাসন করেছেন সাকিব-তামিমরা। যাদের বিপক্ষে সবশেষ সিরিজ খেলেছে, সেই আয়ারল্যান্ডের বিপক্ষেই বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট। ইংল্যান্ডের চেমসফোর্ডে আইসিসি সুপার লিগের অধীনে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
চেমসফোর্ড টাইগাররা তিন ম্যাচ খেলবে ৯-১৪ মে পর্যন্ত। এরপর ঘরে ফিরে আফগানিস্তানের বিপক্ষে লড়বে। এই দুই সিরিজ পর বাংলাদেশ মিশন হবে এশিয়া কাপ। সেপ্টেম্বরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) টুর্নামেন্টটির আয়োজক পাকিস্তান।
এশিয়া কাপের দলে ঠাঁই পাবে তারাই, যারা ছন্দ ধরে রাখতে পারবে আয়ারল্যান্ড ও আফগানিস্তান সিরিজে। এমনকি ছন্দে থাকা সেই দলটিই ভারতে উড়াল দেবে বিশ্বকাপ খেলতে। এমন ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, যা নতুন করে মনে করিয়ে দিলেন নান্নু।
রবিবার (৯ এপ্রিল) মিরপুরে হাজির হয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘আমরা একটা পুল করেছি। সেখানে কিছু খেলোয়াড়কে আমরা সুযোগ দিয়েছি। আশা করি এশিয়া কাপের আগেই বিশ্বকাপের দলটা করে ফেলব। এর আগে আমরা খেলোয়াড়দের সব ধরনের পারফরম্যান্স বিবেচনা করব। কাউকে চোখের আড়াল করা হবে না।’
এসজি