টাইগারদের অতীত-বর্তমান-ভবিষ্যৎ জুড়ে আইরিশরা
সবেমাত্র আয়ারল্যান্ড সিরিজ শেষ করেছে বাংলাদেশ। এবার আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতির জন্য মাঠে ফেরার অপেক্ষা। এরপর উড়াল দেবে ইংল্যান্ডে। সেখানে সুপার লিগের সিরিজ খেলবে আয়ারল্যান্ডে বিপক্ষে। এক কথায়, টাইগারদের অতীত-বর্তমান-ভবিষ্যৎ জুড়ে এখন কেবল আইরিশরা।
আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের আয়োজনে ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। ৯ মে কাউন্ডি গ্রাউন্ডে গড়াবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ হবে যথাক্রমে ১২ ও ১৪ মে। তিন ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে।
ওই সিরিজকে সামনে ইতোমধ্যে দল সাজানো শেষ মিনহাজুল আবেদীন নান্নুদের। প্রধান নির্বাচক ও তার সদস্যের তৈরি করা তালিকা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টেবিলে। সভাপতি নাজমুল হাসান পাপন ও অন্যান্যদের সবুজ সংকেত পেলেই প্রকাশ করা হবে তালিকা।
রবিবার (৯ এপ্রিল) মিরপুরে সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে নান্নু বলেছেন, ‘ওখানকার কন্ডিশন কিন্তু অনেক চ্যালেঞ্জিং। সেটা চিন্তা করে ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে কন্ডিশন অনুযায়ীই দল গঠন করা হয়েছে। আমরা দল প্রস্তুত করে এরই মধ্যে বোর্ডে জমাও দিয়েছি।’
প্রধান নির্বাচকের বিশ্বাস, তাদের সাজানো দল ইংলিশ কন্ডিশনের চ্যালেঞ্জ জয় করতে পারবে, ‘এখন আমাদের দল আগের থেকে অনেক বেশি অভিজ্ঞ। আমাদের এখন যথেষ্ট সামর্থ্য আছে দ্রুত মানিয়ে নেওয়ার। যতই চ্যালেঞ্জ হোক, আশা করি ওরা দ্রুত মানিয়ে নিতে পারবে।’
এসজি