পিএসজিকে জিতিয়ে রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি
প্রথমার্ধে দলকে এগিয়ে নিলেন নিজে গোল করে। দ্বিতীয়ার্ধে গোল করালেন সতীর্থ সাজিও রামোসকে দিয়ে। বলা হচ্ছে লিওনেল মেসির কথা, যার নৈপুণ্যে জয়ের ধারার ফিরল পিএসজি। একইসঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন জাদুকর।
শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে নিসের মাঠে ২-০ গোলে জিতেছে পিএসজি। ঘরোয়া শীর্ষ লিগে টানা দুই হারের পর জয়ের দেখা পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাতে ৬৯ পয়েন্ট শীর্ষস্থান পোক্ত করেছে ক্রিস্টোফ গালতিয়েরের শিষ্যরা। তাদের ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লেন্স। দুই দলই খেলেছে ৩০টি করে ম্যাচ।
হারলেও পিএসজি শিবিরে ভীতি ছড়িয়েছিল স্বাগতিক ফুটবলাররা। বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণে একচেটিয়া আধিপত্য ছিল তাদের। তবে অভিজ্ঞ মেসির জাদুতে বিপদ বাড়েনি পিএসজির। ২৬ মিনিটে নুনো মেন্ডেসের পাস ধরে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপজয়ী তারকা।
পিএসজিকে লিড এনে দিয়ে রোনালদোকে পেছনে ফেলেন মেসি। ইউরোপে ৭০২তম ক্লাব গোল পেয়েছেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। তাকে খেলতে হয়েছে ৮৪১টি ম্যাচ। অপরদিকে ইউরোপে ৯৪৯ ম্যাচে রোনালদো করেছেন ৭০১টি গোল।
মেসির কীর্তির দিনে দ্বিতীয় গোল পেতে পিএসজিকে অপেক্ষা করতে হয় ৭৬ মিনিট পর্যন্ত। ওই মুহূর্তে মেসির অ্যাসিস্টে অতিথিদের ব্যবধান দ্বিগুণ করেন রামোস। অথচ তাদের চেয়ে দ্বিগুণেরও বেশি শট নেয় স্বাগতিকরা। কিন্তু গোলের খেলায় গোলটাই পাওয়া হয়নি নিসের।
আরএ/