মোস্তাফিজহীন দিল্লির হ্যাটট্রিক হার
দিল্লি ক্যাপিটালসের আইপিএল শুরুর আগেই তাদের শিবিরে যোগ দেন মোস্তাফিজুর রহমান। কিন্তু একাদশ কিংবা অতিরিক্ত চার ক্রিকেটার, কোনো তালিকাতেই ঠাঁই হচ্ছে না টাইগার পেসারের। তার দলও খুলতে পারছে না জয়ের খাতা।
শনিবার (৯ এপ্রিল) হারের হ্যাটট্রিক করেছে মোস্তাফিজহীন দিল্লি।আজ গৌহাটিতে বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৯৯ রানের বড় পুঁজি পায় রাজস্থান রয়্যালস। রান তাড়ার কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি দিল্লির ব্যাটাররা। ৯ উইকেট হারিয়ে সর্বসাকুল্যে করতে পারে ১৪২ রান। রাজস্থান জিতে যায় ৫৭ রানে।
টুর্নামেন্টের ১৬তম সংস্করণে এটা তাদের দ্বিতীয় জয়।এদিন একাদশে তিন পরিবর্তন আনে দিল্লি। তবু বেঞ্চে বসে থাকতে হয় মোস্তাফিজকে। সেখানে বসেই সতীর্থ বোলারদের মার খেতে দেখেছেন কাটার মাস্টার। শুরুতেই দিল্লির বোলিং আক্রমণের ওপর চড়াও হন যশস্বী জয়সওয়াল এবং জস বাটলার। দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি।
৮.৩ ওভারের উদ্ধোধনী জুটিতে রাজস্থানের খাতায় যোগ হয় ৯৮ রান। তাদের এই প্রতিরোধ ভাঙেন মুখেশ কুমার। দারুণ এক ফিরতি ক্যাচে তিনি আউট করেন জয়সওয়ালকে (৬০)। আরেক ওপেনার বাটলারকেও (৭৯) শিকার বানান মুখেশ।
সেটা ইনিংসের ১৯তম ওভারে।সাজঘরে ফেরার আগেই দিল্লি সর্বনাশ করেন প্রতিপক্ষের দুই ওপেনার। শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে রান চাকার গতি বাড়ান শিমরন হেটমায়ার (৩৯)। এরপর রান তাড়ায় দিল্লির শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো।
প্রথম ওভারেই পৃথ্বি শো ও মনিষ পান্ডেকে প্যাভিলিয়নে ফেরান ট্রেন্ট বোল্ট।শুরুর সেই ধাক্কা সামলে নিতে পারেনি সৌরভ গাঙ্গুলী (পরামর্শক) ও রিকি পন্টিংয়ের (প্রধান কোচ) দল। লড়াই করে গেছেন কেবল অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
তিনি করেন ৬৫ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে ললিত যাদবের ব্যাট থেকে। দুজনের লড়াইয়ে কমেছে কেবল দিল্লির হারের ব্যবধান।
এমএমএ/