সেই মোহামেডান এখন সুপার লিগের লড়াইয়ে
মোহামেডান ‘টনিক’ পেয়েছিল সাকিবের উপস্থিতিতে। প্রথম ৫ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মোহামেডান প্রথম জয় পেয়েছিল আয়ারল্যান্ড সিরিজের ফাঁকে সাকিব খেলাতে। সঙ্গে ছিলেন জাতীয় দলের আরও দুই ক্রিকেটার রনি তালুকদার ও মেহেদি হাসান মিরাজ। এরপর মোহামেডানকে আর পেছনে ফিরে থাকাতে হয়নি। পরের ম্যাচে আবার তিন ক্রিকেটার আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে চলে গেলেও মোহামেডানের জয়ে বাঁধা হয়নি। আজ আবার তিন জনই ফিরে এসেছেন। মোহামেডানও পেয়েছে জয়। তবে সেটি বেশ বড় ব্যবধানে। সিটি ক্লাবকে হারিয়েছে ১০১ রানের বড় ব্যবধানে। এই জয়ে মোহামেডান সুপারলিগে যাওয়ার লড়াইয়ে বেশ ভালোভাবেই শামিল হয়েছে। ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের ছয়ে। সিটি ক্লাব সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছে নয়ে। ম্যাচ সেরা হয়েছেন ইমরুল কায়েস
বিকেএসপির ৩ নম্বার মাঠে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক ইমরুল কায়েসের সেঞ্চুরিতে মোহামেডান ৭ উইকেটে ৩৪৮ রানের পাহাড় গড়ে তুলে। ইমরুল ১২১ বলে ৩ ছক্কা ও ১০ চারে ১১৪ রান করে স্বেচ্ছায় অবসর নেন। এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ৫২ বলে ৪ ছক্কা ও ২ চারে ৭১ ও মাইদুল ইসলাম অঙ্কন ৫২ বলে ৪ ছক্কা ও ২ চারে ৬৫ রান করেন। সাতে নেমে সাকিব ১ ছক্কা ও ২ চারে ১৬ বলে খেলেন ঝড়ো ২৬ রানের ইনিংস। মিরাজ আউট হয়ে যান ৬ রান করে। রায়হাস রাফসান ৬৮ রানে নেন ৩ উইকেট। ২ উইকেট নেন আসিফ হাসান।
বড় টার্গেটের পেছনে ছুটি সিটি ক্লাব ৫০ ওভার খেলে মোহামেডানের সমান উইকেট হারিয়ে ৩৪৭ রান করে। আব্দুল্লাহ আল মামুন ৭০, আসিফ আহমেদ রাতুল ৫২ রান করেন। জ্যাক লিনটট ৬৮ রানে নেন ৩ উইকেট।
এমপি/এএস