সেইফার্ট ঝড়ে টি-টোয়েন্টি সিরিজও হারল শ্রীলঙ্কা
শেষ ভালো যার সব ভালো তার এতটুকু সান্ত্বনা নিয়েও বাড়ি ফেরা হচ্ছে শ্রীলঙ্কার। নিউ জিল্যান্ডের মাটিতে পূর্ণাঙ্গ সফরে কোনো সিরিজই জিতে পারেনি এশিয়ান চ্যাম্পিয়নরা। যা একটু আশা জেগেছিল টি-টোয়েন্টিতে, কিন্তু টিম সেইফার্ট ঝড়ে এই সিরিজটিও হারল শ্রীলঙ্কা।
কুইন্সটাউনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। প্রথম ব্যাটিংয়ে নেমে তাদের ১৮৩ রানের লক্ষ্য ছুড়ে দেয় শ্রীলঙ্কা, যা ১ বল হাতে রেখে টপকে যায় স্বাগতিকরা। তাতে টেস্ট এবং ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় কিউইরা।
সান্তসেইফার্টের ৮৮ রানের সুবাদে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা। ওপেনে নেমে ৪৮ বলে ১০ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি সাজান ডানহাতি এই ব্যাটার। টি-টোয়েন্টিতে এটাই তার ব্যক্তিগত সর্বোচ্চ। প্রথমে চ্যাড বোয়েসের সঙ্গে ৫৩ রানের উদ্বোধনী জুটি গড়ে তুলেন সেইফার্ট।
১৭ রান করা বোয়েসকে আউট করেন লাহিরু কুমারা। এদিন বোলিংয়ে ছন্দে ছিলেন তিনি। লঙ্কান পেসার ৩.৫ ওভারে ৩৮ রান দিলেও শিকার করেন ৩ উইকেট। মাহিষ থিকসানা এবং প্রমোদ মাদুসান পান ১টি করে উইকেট। কিন্তু তাদের এই বোলিং যথেষ্ট হয়নি শ্রীলঙ্কার জয়ের জন্য।
সেইফার্টের গড়ে দেওয়া মঞ্চে অন্যদের ছোট ছোট অবদানে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। অধিনায়ক টম লাথামের ব্যাট থেকে আসে ৩১ রান। ড্যারিল মিচেল ১৫ এবং ম্যার্ক চাপম্যান ১৬ রান করেন। জিমি নিশাম শূন্য রানে ফেরার পর রাচিন রবীন্দ্র (০) এবং অ্যাডাম মিলনে (০) মাঠ ছাড়েন দলকে জিতিয়ে।
এর আগে প্রথম ইনিংসে জ্বলে ওঠেন কুশাল মেন্ডিস। লঙ্কার কিপার-ব্যাটার করেন ৭৩ রান। সঙ্গে যোগ হয় অন্যদের ছোট ছোট ইনিংস। তাতে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে চ্যালেঞ্জিং পুঁজি পায় সফরকারীরা। কিন্তু শেষতক সেইফার্টের বিধ্বংসী ব্যাটিংয়ে বৃথা যায় তাদের সেই লড়াই।
নিউজিল্যান্ডের টেস্ট সিরিজে শ্রীলঙ্কা ধবলধোলাই জয় ২-০ ব্যবধানে। তাতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়শিপে ফাইনাল খেলার সুযোগ হাতছাড়া শ্রীলঙ্কা। এরপর ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে (একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়) সরাসরি ২০২৩ বিশ্বকাপে খেলার সুযোগ হারায় তারা।
দুই সিরিজের ভরাডুবির পর প্রথম টি-টোয়েন্টি জিতে নেয় শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের সফরে এটাই তাদের একমাত্র জয় হয়ে থাকল।
/এএস