সহজ ম্যাচ কঠিন করে জিতল শেখ জামাল
ফুটবলে লড়াই করেও জয় ছিনিয়ে নিতে পারেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রিমিয়ার লিগ ফুটবলে ড্র করেছে রহমতগঞ্জের সঙ্গে। একই দিনে ক্রিকেটে ব্যর্থ যায়নি শেখ জামালের লড়াই। যদিও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতেছে তারা।
শুক্রবার (৭ এপ্রিল) ধানমন্ডির ক্লাবটিকে শক্ত প্ল্যাটফর্ম গড়ে দেন বোলাররা। প্রতিপক্ষের ইনিংস গুটিয়ে দেয় মাত্র ১৯৯ রানে। রান তাড়ায় ৩৬.৩ ওভারেই জয়ের বন্দরে নোঙর করে শেখ জামাল। তবে সাভারে বিকেএসপির ৩ নাম্বার গ্রাউন্ডে ২০০ রানের লক্ষ্য ছুঁতে ৮ উইকেট হারায় তারা।
টাইগার্সের সর্বনাশ করেন পারভেজ রসুল ও মৃত্যুঞ্জয় চৌধুরী। শেখ জামালের দুই বোলার নিজেদের মধ্যে ভাগাভাগি করেন ৭ উইকেট। রসুল পান ৪টি এবং মৃত্যুঞ্জয় ৩টি। দুজনের তোপের মুখে ৪৬.৩ ওভারে অলআউট হয় টাইগার্স। তাদের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন সালমান হোসেন ইমন।
দ্বিতীয় ইনিংসে শেখ জামাল ব্যাটারদের চেপে ধরেছিলেন টাইগার্স বোলাররা। কিন্তু শেষ হাসি হাসতে পারেননি নাসুম-সানজামুলরা। সাইফ হাসান (৩৯), তাইবুর রহমান (৩১), তৌহিদ হৃদয় (৪৩) এবং নুরুল হাসান সোহানের (৪৯) ব্যাটে জয় নিশ্চিত করে ধানমন্ডির ক্লাবটি।
টানা দ্বিতীয় ও সবমিলে সপ্তম জয়ে টেবিলের শীর্ষস্থান আগলে রেখেছে শেখ জামাল। ৮ ম্যাচে তাদের অর্জন ১৪ পয়েন্ট। সমান ম্যাচ শেষে ৭ পয়েন্টে টাইগার্স রয়েছে পঞ্চম স্থানে।
এসজি