উত্তরায় ধরাশায়ী বসুন্ধরা কিংস
অবশেষে থামল বসুন্ধরা কিংসের জয়রথ। এএফসি উত্তরায় ধরাশায়ী প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। টেবিলের তলানিতে থাকা দলের সঙ্গে শুক্রবার ১-১ গোলে ড্র করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা।
দেড় মাসেরও অধিক সময় পর এদিন মাঠে ফিরে ঘরোয়া শীর্ষ ফুটবল লিগ। কয়েকদিন আগে অবশ্য ফেডারেশন কাপে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামে বসুন্ধরা। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে পেছনে পড়েও জিতেছিল ৩-১ ব্যবধানে। কিন্তু লিগে উত্তরার বিপক্ষে এগিয়ে গিয়েও জেতা হয়নি তাদের।
চলতি মৌসুমে প্রথম লেগে উত্তরাকে ৩-০ গোলে উড়িয়ে দেয় চ্যাম্পিয়নরা। তিন গোলই পেয়েছিল প্রথমার্ধে। কিন্তু আজ (৭ এপ্রিল) ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে গোলখরা ঘুচায় বসুন্ধরা। ৫৬ মিনিটে সফল পেনাল্টি শটে দলকে এগিয়ে নেন রবসন ডি রবিনহো।
নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত লিড আগলে রাখায় জয়ের প্রহরই গুনছিল ব্রুজনের শিষ্যরা। কিন্তু ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে তাদের স্বস্তি কেড়ে নেন সাকিব বেপারি। তার গোলে সমতায় ফেরে উত্তরা। খানিকবাদে ম্যাচ শেষের বাঁশি বাজতে মৌসুমে এই প্রথম জয় ছাড়া মাঠ ছাড়ে বসুন্ধরা।
জয় হাতছাড়া হলেও লিগ টেবিলের শীর্ষে শক্ত অবস্থান বসুন্ধরার। ১১ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে তাদের ঝুলিতে জমা পড়েছে ৩১ পয়েন্ট। সমান ম্যাচে মাত্র ৩ পয়েন্ট পাওয়া উত্তরা রয়ে গেছে তলানিতেই।
এসজি