যে কারণে ওপেনিংয়ে লিটন
বাংলাদেশ দলের ব্যাটিংয়ে অন্যতম শক্তি লিটন দাস। লিটন দাসের শক্তি বাংলাদেশের জন্য বোনাসও বলা যায়। কারণ তিনি মূলত উইকেটকিপার। ব্যাট হাতে তার কাছ থেকে রান পাওয়া দলের জন্য বাড়তি ফায়দা। সেই লিটন কিন্তু এখন দলের সেরা ব্যাটসম্যান।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে লিটন দলের নিয়মিত ওপেনার, টেস্টে তিনি মিডল অর্ডারে ব্যাটিং করে থাকেন। সেই লিটন আজ (৭ এপ্রিল) আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩৭ রান তাড়া করতে নেমে ইনিংসের উদ্বোধন করতে নেমে খেলেছেন আগ্রাসী ব্যাটিং। ১ ছক্কা ও ৩ চারে ১৯ বলে করেন ২৩ রান।
কিন্তু মাত্র ১৩৭ রান তাড়া করতে নেমে লিটন কেন ওপেনিংয়ে? সংবাদ সম্মেলনে এর ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, নতুন বলে এখানে টার্ন ও বাউন্স একটু বেশি থাকে। ১০-১২ ওভার বল যখন খেলা হয়ে যায়, তারপর আর এত প্রভাব থাকে না। এ কারণেই একজন ডানহাতি পাঠানো হয়েছে।
লিটনকে ডান-বাম কম্বিনেশনের জন্য পাঠানো হলেও আগামীতে লিটনকে নিয়ে এরকম কোনো ভাবনা নেই সাকিবের। সাকিবের ভাবনার রাজ্যে আছেন জাকির হাসান। অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান ইনজুরির কারণে নেই এই সিরিজে।
সাকিব বলেন, জাকির যদি ফিট থাকত তাহলে সে ওপেন করত। এখানে কোনো জল্পনা-কল্পনা নেই। যেহেতু জাকির ফিট ছিল না, এজন্য আমাদের অন্য কাউকে দিয়ে ওপেন করাতে হয়েছে। শান্ত সাধারণত সব সময় তিনে ব্যাটিং করে থাকে। যদি জাকির থাকত সে প্রথম অপশন ছিল। আমাদের কাছে জয় (মাহমুদুল হাসান) ও সাদমান ছিল। কিন্তু চিন্তা করেছি যেহেতু একজন বোলার বেশি খেলাব, সেহেতু একজন ব্যাটসম্যান কম নিয়েছি।
এমপি/এসজি