লিওপার্ডসকে হেসেখেলে হারাল প্রাইম ব্যাংক
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) হারের বৃত্তেই আটকা ঢাকা লিওপার্ডস। ৮ ম্যাচ খেললেও এখন পর্যন্ত জয়ের খাতা খুলতে পারেনি নবাগত দলটি। শুক্রবার (৭ এপ্রিল) সপ্তম হার দেখেছে তারা (তাদের একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে)। সাভারে লিওপার্ডসকে হেসেখেলেই হারিয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড।
বিকেএসপির ৪ নাম্বার গ্রাউন্ডে ৬ উইকেট ব্যবধানে হেরেছে নবাগত দলটি। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৪৮ রানে থামে লিওপার্ডস। সহজ এই লক্ষ্য ৩১.৫ ওভারে টপকে যায় প্রাইম ব্যাংক। এই জয়ে ৮ ম্যাচে ১২ পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে তারা। লিওপার্ডস তলানিতেই।
এদিন মাত্র ২৯ রানে ৪ উইকেট হারায় লিওপার্ডস। শুরুর সেই ধাক্কা সামলে নিতে পারেনি দলটি। চাপের মুখে হাল ধরেছিলেন সোহরাওয়ার্দী শুভ। করেন হাফ সেঞ্চুরি। তবে ব্যক্তিগত ৫৩ রানে রিটায়ার্ড হার্ট হন তিনি। তাতে ৯ উইকেটের পতন হতেই ইনিংস থামে তাদের।
লিওপার্ডসের ব্যাটিং বিপর্যয়ের দিনে দুই অঙ্কের রান স্পর্শ করা অপর দুই ব্যাটার হলেন- রকিবুল হাসান নয়ন (৩২) ও দেলোয়ার হোসেন (২৭)। ৪২.১ ওভারে তাদের ইনিংস থামে প্রাইম ব্যাংক বোলারদের সম্বিলিত প্রচেষ্টায়। সর্বোচ্চ ৩ উইকেট পান আলিস আল ইসলাম। এরপর রান তাড়ায় দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মোহাম্মদ মিঠুন (৩৮) এবং ইয়াসির আলী চৌধুরী (১০)।
সর্বোচ্চ ৪৩ রান আসে ওপেনার শাহাদাত দিপুর ব্যাট থেকে। আরেক ওপেনার বিশাল চৌধুরী ১৯ এবং তিনে নামা আল আমিন জুনিয়র ৩০ রান করেন। নাসির হোসেন আউট হন ৮ রানে।
এসজি