লিটন দাসের অদ্ভূত আউট!
দীর্ঘ দিন পর ইনিংসের উদ্বোধন করতে এসে লিটন দাস অদ্ভূত এক আউটের শিকার হয়েছেন। স্কোর কার্ডে লেখা থাকবে বোল্ড। কিন্তু এটি গতানুগতি বোল্ড আউট নয়। তার এরকম আউট যেমন লিটনকে অবাক করেছে, তেমনি অন্যদেরও। আর টিভি ক্যামেরাম্যানদের বানিয়েছে বোকা।
১৩৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল উদ্বোধনী জুটিতে আনে পরিবর্তন। তামিম ইকবালের সঙ্গে নাজমুল হোসেন শান্তকে না পাঠিয়ে লিটন দাসকে পাঠায়। লিটন সর্বশেষ ইনিংসের উদ্বোধন করেছিলেন ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে। প্রথম ইনিংসে ৩৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৯ রান।
আজ শুরু করেছিলেন দারুণ। ছিলেন আক্রমণাত্মক। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বল ছিল তার প্রথম বল মোকাবিলা। বোলার ছিলেন ম্যাকব্রিন। প্রথম বলেই চার মারেন। পরের বল ছক্কা। এরপর মার্ক অ্যাডায়ারকে মারেন চার। এই মার্ক অ্যাডায়ারকে পরে মারেন আরকেটি চার। মুহূর্তে তার রান হয়ে যায় ১৭ বলে ২৩। দলের রান ৪.৪ ওভারে বিনা উইকটে ৩১। এরপর লিটন আরও ২ বল খেলেন। যারএকটি ছিল আবার ওয়াইড। তারপর আসে অ্যাডায়ারের ওভারের শেষ বল। লিটন পুল করেন। ব্যাটে-বলে হয়েছে ভেবে টিভি ক্যামেরা চলে যায় স্কয়ার লেগে। কিন্তু বলের আর দেখা নেই। পরে তা মুহূর্তে আবার চলে আসে লিটন দাসের কাছে। দেখা যায় বল তার স্ট্যাম্পে লেগেছে। তিনি বোল্ড আউট। পরে টিভি রিপ্লেতে দেখা যায় পুল করার সময় বল লিটনের ব্যাটে না লেগে হেলমেটে লাগে। হেলমেট থেকে সেই বল লাগে বাহুতে। বাহু থেকে পরে ব্যাটে। আর ব্যাট থেকে পরে গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে।
এমপি/এসএন