ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালিসিমা জয় ইংল্যান্ডের
গত বছর ওয়েম্বলিতে ২০২২ নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের জয়সূচক গোল করেছিলেন কোলে কেলি। ওই জয়ের সুবাদে নারী ফাইনালিসিমায় নাম লেখায় তারা। প্রতিপক্ষ হিসেবে পায় নারী কোপা আমেরিকা জয়ী ব্রাজিলকে। সেই ওয়েম্বলিতে লাতিনের মেয়েদের বিপক্ষেও কেলির গোলে ফাইনালিসিমা ট্রফি জয়ের উল্লাসে মাতে ফুটবলের জনকরা।
বৃহস্পতিবার রাতে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে শিরোপা উল্লাস করে ইংলিশ মেয়েরা। দুই দলের লড়াই শেষ হয়েছিল ১-১ সমতায়। এরপর ভাগ্যের লড়াইয়ে কেলির স্ট্রাইকের পরই উল্লাস শুরু তাদের। এ নিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজেয় ইংল্যান্ড।
স্বাগতিকরা এগিয়ে যায় প্রথমার্ধে। ২৩ মিনিটের মাথায় দলকে লিড উপহার দেন এলা টুন, যা আগলে রেখে বিরতিতে যায় ইংল্যান্ড। এমনকি নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল তারা। কিন্তু ইনজুরি টাইমে স্বাগতিকদের লিড কেড়ে নেন আলভেস ডি সিলভা। তবে টাইব্রেকারে শেষ রক্ষা হয়নি তাদের।
এসএন