বিপিএলের চাঁদ উঠবে শুক্রবার
রাত পোহালেই বিপিএলের চাঁদ উঠবে বাংলার আকাশে। তাই তো শুরুর আগের দিন মিরপুরের হোম অব ক্রিকেটে উৎসবের আমেজ। একদিকে ফ্রাঞ্চাইজি দলগুলোর ক্রিকেটারদের সূচি অনুযায়ী অনুশীলন। এক দল অনুশীলন করে যাচ্ছে, তার আগেই আরেক দল এসে উপস্থিত। এর মাঝে আবার বিপিএলের টাইটেল স্পন্সরও ঘোষণা করা হয়েছে সংবাদ সম্মেলন করে। সেখানেও ছিল তোড়জোড়। আর মাঠের প্রস্তুতিসহ আরো আনুষঙ্গিক কাজের ব্যস্ততা তো ছিলই। এসব কারণে মিডিয়া কর্মীদেরও ব্যস্ততার শেষ ছিল না। এক খেলোয়াড়ের ইন্টারভিউ শেষ করে আরেক খেলোয়াড়ের ইন্টারভিউর জন্য যাওয়া। অনুশীলনে নজর রাখা, মাঠের বাইরে কোভিড টেস্টের রেজাল্টের দিকেও খবর রাখা- মোট কথা সবাই যার যার ক্ষেত্রে অসম্ভব ব্যস্ত।
প্রথম দিন মাঠে গড়াবে খেলা দুইটি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মিনিস্টার ঢাকা ও খুলনা টাইগার্স। এবারের বিপিএল শুরুর সময় ঠিক করা হয়েছে প্রথম ম্যাচ সাড়ে ১২টায়, দ্বিতীয় ম্যাচ সাড়ে ৫টায়। কিন্তু শুরুর দিন খেলা শুক্রবার হওয়াতে জুম্মার নামাজের কারণে খেলা শুরু হবে দেড়টায়। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্ব দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তিনি প্রথম দিন টস করতে নামবেন ফরচুন বরিশালের নেতা সাকিব আল হাসানের সঙ্গে। তারকাসমৃদ্ধ দল মিনিস্টার ঢাকার অধিনায়ক করা হয়েছে জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদকে। তিনি টস করতে নামবেন খুলনা টাইগার্সের দায়িত্ব পাওয়া মুশফিকুর রহিমের সঙ্গে।
এবার অমিক্রনের ঊর্ধ্বগতির কারণে ক্রিকেটের প্রাণ দর্শকদের খেলা দেখার সুযোগ থাকছে না। আবার ভালোমানের বিদেশি ক্রিকেটার না থাকাতে অনেক দলকেই সেরা একাদশে বিদেশি ক্রিকেটারের কোটা পূরণ করে নাও নামতে দেখা যেতে পারে। এতে করে বিপিএলের প্ল্যামার অনেক কমে যাবে। তবে এটিকে বাংলাদেশের ক্রিকেটারদের নিজেদের মেলে ধরার সুযোগ বলে বিভিন্ন সময় জানিয়েছেন সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকরা। করোনার কারণে চলতি আসরে ডিআরএস রাখা সম্ভব হচ্ছে না আয়োজকদের। এর ফলে অনেকেই আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের শিকার হতে পারেন বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন।
খেলা সম্প্রচার করবে জিটিভি ও টি-স্পোর্টস
এমপি/এসএন