টাকারে মুগ্ধ টাইগারদের বোলিং কোচ
যার ব্যাটিংয়ে দিনভর ভুগল বাংলাদেশ, সেই লরকান টাকারে মুগ্ধ টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। আইরিশ ব্যাটারের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। একইসঙ্গে বাহবা দিয়েছেন হ্যারি টেক্টর এবং অ্যান্ডি ম্যাকব্রেইনকে।
২০১৯ সালের পর প্রথম টেস্ট খেলতে নেমেছে আয়ারল্যান্ড। লাল বলে এটা তাদের চতুর্থ ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আইরিশদের জার্সিতে টেস্ট অভিষেক হয়েছে ৬ জনের। তার মধ্যে রয়েছেন টেক্টর এবং টাকার। অনভিজ্ঞ দুই ব্যাটার ব্যাট চালিয়েছেন অভিজ্ঞদের মতো।
ক্রিকেটে সবচেয়ে কঠিন ফরম্যাট টেস্ট। যেখানে ধৈর্য খুব বেশি প্রয়োজন, যা খুব ভালোভাবেই দেখিয়েছেন টাকার, টেক্টর এবং ম্যাকব্রেইন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) মিরপুর টেস্টের তৃতীয় দিনে এই তিনজনের প্রতিরোধে তীব্র গরমে কেবল ঘাম ঝরিয়েছে টাইগার বোলাররা।
অভিষেকেই সেঞ্চুরি তুলে নিয়েছেন টাকার। তার ধৈর্যশীল ১৬২ বলের ইনিংসে ছিল ১৪টি চারের মার। আউট হয়েছেন ১০৮ রানে। টেক্টর ফিরেছেন ৫৬ রানে এবং ম্যাকব্রেইন এখনো আগলে রেখেছেন উইকেট। তিনি অপরাজিত আছেন ৭১ রানে। আগামীকাল গ্রাহাম হিউমকে সঙ্গে নিয়ে চতুর্থ দিন শুরু করবেন ম্যাকব্রেইন।
তৃতীয় দিনে তিন আইরিশের ধৈর্যশীল ব্যাটিং দেখে ডোনাল্ড বলেছেন, ‘আমরা জানতাম আজকে মাঠে এসে কাজটা সহজ হবে না এবং আয়ারল্যান্ড ব্যাটিংয়ে ভালোই স্থিতিশীলতা দেখিয়েছে। টাকার আউট অব দিস ওয়ার্ল্ড (ভিনগ্রহের কেউ) ব্যাটিং করেছে। দুর্দান্ত একটি ইনিংস ছিল।’
টাইগারদের পেস বোলিং কোচ যোগ করেন, ‘যেভাবে আমাদের স্পিনার ও পেসারদের বিপক্ষে সে তার ফিড ব্যবহার করেছে, সঠিক চ্যানেলে এসেছে, এটা দারুণ। সে পাল্টা আক্রমণ করেছে, আর অন্য প্রান্তেও পেয়েছে খুব ভালো সঙ্গী। টাকারের সেঞ্চুরিটা সত্যিই দুর্দান্ত।’
ভালো খেলা আইরিশদের টুপি খোলা অভিনন্দনও জানান ডোনাল্ড, ‘তারা আসলেই সহনশীলতা, ধৈর্য ও সাহস দেখিয়েছে। একদম সত্যিকারের সাহস। এতদিন পর টেস্ট খেলতে নেমে তারা যে সাহস দেখিয়েছে, তাদের জন্য হ্যাটস অফ। আমার মনে হয় তারা সত্যিই গর্বিত হতে পারে।’
এসজি