টেক্টর-টাকারে লড়ছে আয়ারল্যান্ড
আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের প্রতিরোধ চলছেই। হ্যারি টেক্টরের পর লরকান টাকারের হাফ সেঞ্চুরিতে লড়ছে আয়ারল্যান্ড। তাদের এ লড়াইয়ে বাংলাদেশের জয়কে শুধুই বিলম্বিত করছে। ইতোমধ্যে আইরিশরা ইনিংস হার এড়িয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামার যাবতীয় বন্দোবস্ত করে ফেলেছে। চা বিরতি পর্যন্ত তারা সংগ্রহ করেছে ৬ উইকেটে ১৯৯ রান। এগিয়ে আছে ৪৪ রানে। এই শেসনে তারা যোগ করে ১ উইকেটে ১০৬ রান।
তৃতীয় দিন প্রথমে প্রতিরোধের ডাক দেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হ্যারি টেক্টর ও পিটার মুরে। জুটিতে মাত্র ৩৮ রান এলেও ওভার খেলেন ২৫.৪টি। এরপর হ্যারি টেক্টর লরকান টাকারকে নিয়ে আরেকটি প্রতিরোধের ডাক দেন। এই জুটি ২৪ ওভারে ৭২ রান যোগ করেন। হ্যারি অভিষেকেই জোড়া হাফ সেঞ্চুরির দেখা পান। প্রথম ইনিংসে ৫০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৫৬ রান করে তাইজুলের বলে বোল্ড হন। তার ১৫৯ বলের ম্যারাথন ইনিংসে ছিল একটি ছক্কার সঙ্গে ৭টি চার। তিনি হাফ সেঞ্চুরি করেন ১৪৫ বলে ১ ছক্কা ও ৬ চারে।
টেক্টর আউট হওয়ার পর লরকান ম্যাকব্রিনকে নিয়ে বাংলাদেশের বোলারদের জন্য আরেকটি হতাশার জন্ম দেন। এই জুটি চা বিরতি পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে দলীয় রানকে ১৯৯ পর্যন্ত নিয়ে গেছেন। লরকান ৯৪ বলে ৬ চারে হাফ সেঞ্চুরি করে অপরাজিত আছেন ৮৯ রানে। তার সঙ্গে ম্যাকব্রিন অপরাজিত আছেন ২৭ রানে।
তাইজুল ৫৭ রানে নেন ৩ উইকেট। সাকিব ২ উইকেট নেন ১৬ রানে। শরিফুল ৩৩ রানে নেন ১ উইকেট।
এমপি/এসএন