আইরিশদের প্রতিরোধের ডাক
আগের দিন সাকিব-তাইজুলের ঘূর্ণিতে আইরিশরা বেশ কাবু হয়েছিল। মাত্র ১৩ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ৪ উইকেটে ২৭ রানে। উইকেটের এই অবস্হায় আজ বৃহস্পতিবার তৃতীয় দিন আয়ারল্যান্ড কতক্ষণ টিকে থাকে, তাই ছিল দেখার বিষয়। দিনের প্রথম শেসন, এমনকি প্রথম ঘণ্টাও পার হয় কি না এ নিয়েও ছিল শঙ্কা?
আয়ারল্যান্ডকে তাই দ্রুতই কব্জা করতে অধিনায়ক সাকিব তিনি নিজেসহ স্পিন দিয়ে আক্রমণ শুরু করেন। কিন্তু আগের দিনের ঘূর্ণিতে আজ আর কাজ হয়নি। ভোতা হয়ে যায়। আর এই ভোতা হওয়ার কাজটি করেন আইরিশদের দুই অপরাজিত ব্যাটসম্যান হ্যারি টেক্টর ও পিটার মুর। তাদের সঙ্গে পরে লরকান যোগ দিলে আইরিশরা প্রথম শেসনে ১ উইকেট হারিয়ে যোগ করে মাত্র ৫৬ রান। তাদের সংগ্রহ ৫ উইকেটে ৯৩। ইনিংস হার এড়াতে হলে করতে হবে আরও ৬২ রান।
দ্বিতীয় দিনের শুরু থেকেই হ্যারি ও মুরে জনেই চিনের প্রাচীর হয়ে উঠেন। রান করা নয়, টিকে থাকার মন্ত্রে তারা উজ্জীবিত হন। তাদের টলানো সহজে সম্ভব হয়নি। যখন হয়েছে, তখন খেলা লাঞ্চ বিরতির কাছাকাছি। জুটি ভাঙে মুরে ১৬ রান করে আউট হলে। তিনি বল খেলেন ৭৮টি। স্ট্রাইক রেট ছিল ২০.৫১। দুই জনের জুটিতে রান আসে ৩৮, কিন্তু ওভার খেলেন ২৫.৪টি । টিকে থাকার এক অনন্য প্রদশর্নী।
জুটি ভাঙতে অধিনায়ক সাকিবকে পেসারদের দ্বারস্থ হতে হয়। স্পিনারদের দিয়ে ১৩ ওভার বিফল আক্রমনের পর পেসারদের হাতে বল তুলে দেন। শরিফুল তার দ্বিতীয় ওভারেই কাজের কাজটি করেন। স্কয়ার কাট করতে গিয়ে উইকেটের পেছনে লিটনের হাতে ধরা পড়েন পিটার মুর।
পিটার মুরে আউট হওয়ার পর লরকান টাকারকে নিয়ে হ্যারি টেক্টর আরেক দফা প্রতিরোধের ডাক দেন। যে ডাকে তিনি পার করে দেন প্রথম শেসনের বাকি সময়। ৫ উইকেটে সংগ্রহ ৯৩। ইনিংস হার এড়াতে তাদের প্রয়োজন আরও ৬২ রানের। সেই লক্ষ্য পূরণে হ্যারি ৪৩ ও লরকান ২৪ রান নিয়ে দ্বিতীয় শেসনে ব্যাট করতে নামবেন।
এমপি/এসএন