এমসিসির আজীবন সদস্য হলেন মাশরাফি
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এমসিসির (মেরিলেবোন ক্রিকেট ক্লাব) ‘অনারারি’ আজীবন সদস্য পদ পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ২০০৩ সালে প্রথম এ সম্মাননা পেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।
ক্রিকেটের ঐতিহ্যবাহী মাঠ হলো লর্ডস। আর এই লর্ডসের স্বত্বাধিকারী হলো এমসিসি, যারা ক্রিকেটের আইনপ্রণেতাও। আজ (৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি পূর্ণ ও সহযোগী সদস্য দেশ থেকে ১৯ জনকে তারা এ সদস্যপদ প্রদান করেছে।
মাশরাফিকে এই সম্মাননা দেওয়ার ক্ষেত্রে এমসিসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, ১৯ বছরের ক্যারিয়ার মাশরাফি উপভোগ করেছেন বাংলাদেশের একজন বোলিং অলরাউন্ডার হিসেবে।
মাশরাফির সঙ্গে নারী ও পুরুষ মিলে এই সম্মাননা পেয়েছেন ১৯ জন। টেস্ট খেলুড়ে দেশের আছেন ১৭ জন। তাদের মধ্যে ভারত ও ইংল্যান্ডের ৫ জন করে, নিউজিল্যান্ডের ২ জন এবং পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, উইন্ডিজ ও বাংলাদেশ থেকে আছেন একজন করে।
ভারত থেকে মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, যুবরাজ সিং, মিথিলা রাজ, ঝুলান গোস্বামী, ইংল্যান্ডের আয়ান মর্গান, কেভিন পিটারসন, জেনি গান, লাউরা মার্শ, অ্যানি সোরোবসলে, নিউজিল্যান্ডের রস টেলর, অ্যানি সাটট্রেথহোয়াইট, অস্ট্রেলিয়ার রিচেল হাইন্স, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, উইন্ডিজের মারিসা অ্যাকুইলিরা।
এমপি/এসজি