কোপা দেল রে’র ফাইনালে ওসাসুনা
অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে ফিরতি লেগ জেতা হয়নি ওসাসুনার। মঙ্গলবার রাতে ড্র করেছে ১-১ গোলে। তবুও কোপা দেল রে’র ফাইনালে ওসাসুনা। সেমিফাইনালের প্রথম লেগে এগিয়ে থাকার সুযোগ পেয়েছে দলটি, যা নিজেদের আঙিনায় ১-০ ব্যবধানে জিতেছিল তারা।
ফিরতি লেগে ৩৩ মিনিটে গোল হজম করে ওসাসুনা। তাদের জালে বল পাঠান ইনাকি উইলিয়ামস। নির্ধারিত সময়ে সেই গোল শোধ দিতে পারেনি অতিথিরা। যেহেতু দুই লেগ মিলিয়ে তখন সমতায় ছিল দুই দল, তাই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অবশেষে ১১৬ মিনিটে অতিথি শিবিরে প্রাণ ফেরান ইবানেজ। তার স্ট্রাইকেই সমতাসূচক গোলের দেখা পায় ওসাসুনা এবং ড্র করেই দ্বিতীয়বার কোপা দেল রে’র ফাইনালে ওঠে, যারা তাদের ফুটবল ইতিহাসে এখনো কোনো শিরোপা জিততে পারেনি।
২০০৪-০৫ মৌসুমে কোপা দেল রে’র মঞ্চে শিরোপার খুব কাছ থেকে ফিরে এসেছিল ওসাসুনা। সেবার ফাইনাল হেরেছিল রিয়াল বেটিসের কাছে। এ যাত্রায় আরও কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে ক্লাবটির জন্য। কেননা, ফাইনালে ওসাসুনার প্রতিপক্ষ হবে বার্সেলোনা অথবা রিয়াল মাদ্রিদ।
দুই চিরপ্রতিদ্বন্দ্বি টুর্নামেন্টের অপর সেমির ফিরতি লেগে মুখোমুখি হবে আজ। ক্যাম্প ন্যুতে এল ক্লাসিকো শুরুর বাঁশি বাজবে বাংলাদেশ সময় রাত ১টায়। জয়ী দলের বিপক্ষে ফাইনাল খেলতে হবে ওসাসুনাকে।
আরএ/