রসুলের অলরাউন্ড পারফরম্যান্সে জিতল শেখ জামাল
প্রথমে ব্যাট হাতে দেখালেন পথ। অপরাজিত থাকলেন ৪৮ রানে। এরপর বল হাতে জাদু। অফব্রেকে শিকার করলেন ৪ উইকেট। বলা হচ্ছে, পারভেজ রসুলের কথা, যার অলরাউন্ড পারফরম্যান্সে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৩১ রান ব্যবধানে জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
মঙ্গলবার (৪ এপ্রিল) ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৮ উইকেটে ২৫১ রানে থামে শেখ জামালের ইনিংস। রান তাড়ায় গাজী গ্রুপ থামে ৪৭.৩ ওভারে। সবকটি উইকেট হারিয়ে সর্বসাকুল্যে ২২০ রান করতে পারে তারা। ৭ ম্যাচে ৬ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল।
সমান ম্যাচে মাত্র ৫ পয়েন্ট অর্জন করে ৬ নাম্বারে অবস্থান করছে গাজী গ্রুপ। তাদের বিপক্ষে নিয়মিত বিরতিতে উইকেট হারায় শেখ জামাল। ৩৮.২ ওভারে ১৫৪ রানে ৬ উইকেট হারায় তারা। জিয়াউর রহমানকে সঙ্গে নিয়ে খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেন রসুল।
জিয়াউর ৪৫ রানে সাজঘরে ফিরলেও ইনিংসের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান ভারতীয় অলরাউন্ডার। রসুলের হার না মানা ৪৪ বলের ইনিংসে ছিল ১টি চার ও ২টি ছক্কার মার। এরপর বোলিংয়ের ১০ ওভারে মাত্র ৩০ রান খরচায় ৪ উইকেট শিকার করেন ৩৪ বছর বয়সী ক্রিকেটার।
রসুলের দুর্দান্ত পারফরম্যান্সের বিপরীতে আরিফ আহমেদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী ২টি করে এবং মনির হোসেন ও সাইফ হাসান ১টি করে উইকেট পান। গাজী গ্রুপের হয়ে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন ওপেনার হাবিবুর রহমান ইমন।
এসজি