মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়ে সেমিতে বসুন্ধরা
ম্যাচ শেষে দরিয়েলতন গোমেজ হতে পারতেন খলনায়ক। কেননা, তার আত্মঘাতী গোলেই প্রথমার্ধে পিছিয়ে পড়ে বসুন্ধরা কিংস। তবুও ম্যাচ শেষে জয়ের নায়ক দরিয়েলতন। কারণ শেষ পর্যন্ত তার জোড়া গোলেই ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে বসুন্ধরা।
মঙ্গলবার (৪ এপ্রিল) মুক্তিযোদ্ধা সংসদকে ৩-১ গোলে পরাস্ত করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা। সেমিফাইনাল নিশ্চিতে টুর্নামেন্টে শিরোপা পুনরুদ্ধারের মিশনে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ জায়ান্টরা। গত মৌসুমে ফেডারেশন কাপে শিরোপা উল্লাস করেছিল ঢাকা আবাহনী।
শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ৩৪ মিনিটে দরিয়েলতনের ভুলে কেঁপে উঠে বসুন্ধরার জাল। সোমার নেওয়া কর্নার কিকে হেড নিতে লাফিয়ে উঠলেও বলের নাগাল পাননি ইকেটুকু ইমানুয়েল। দলকে বিপদমুক্ত করতে গিয়ে উল্টো তা নিজেদের জালে পাঠান দরিয়েলতন।
তবে কিছুক্ষণ পরেই বসুন্ধরাকে সমতায় ফেরান দরিয়েলতন। ৪১ মিনিটে রবসন রবিনহোর পাস শাপমোচন করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে ফের রবিনহো-দরিয়েলতন জাদু। ৭৯ মিনিটে রবিনহোর কর্নার থেকে পাওয়া বলে হেডে লক্ষ্যভেদ করেন দরিয়েলতন। দুই মিনিট বাদে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু তাকে ঘিরে ধরে মুক্তিযোদ্ধা সংসদের ডিফেন্ডাররা। তাই বল বাড়ান রবিনহোর দিকে, যা মুহূর্তেই জালে জড়ান তিনি।
এসজি