প্রিমিয়ার লিগে কোচ ছাঁটাইয়ের রেকর্ড
বিশ্বের সবচেয়ে কঠিন ইংলিশ প্রিমিয়ার লিগ। ইংল্যান্ডের টপ-ফ্লাইটে টিকে থাকতে যেমন সংগ্রাম করতে হয় ফুটবলারদের, তেমনি লড়তে হয় কোচদের। চলতি মৌসুমে কঠিন এই যুদ্ধে ব্যর্থতার ছাপ রেখেছে একাধিক কোচ। তাতে কোচ ছাঁটাইয়ে হয়েছে রেকর্ড।
সবশেষ চাকুরি হারালেন গ্রাহাম পটার। তাকে বরখাস্ত করেছে চেলসি কর্তৃপক্ষ। ১২তম কোচ হিসেবে ছাঁটাই হলেন তিনি, যা এক মৌসুমে সর্বোচ্চ। চেলসিই চলতি মৌসুমে দুই কোচকে চাকুরিচ্যুত করল। এর আগে, গত সেপ্টেম্বরে ব্লুজদের ডাগআউট থেকে বিদায় করা হয় থমাট টুখেলকে।
পটারের অধীনে চ্যাম্পিয়ন্স লিগে সঠিক পথেই ছিল চেলসি, কিন্তু লিগে পথ হারায় ক্লাবটি। ২৮ ম্যাচে ৩৮ পয়েন্ট লিগ টেবিলে তাদের অবস্থান ১১ নম্বরে। তাতেই পটারের উপর আস্থা হারায় ক্লাব কর্তৃপক্ষ। পটার বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টা আগে লেস্টার সিটি তাদের কোচ ব্রেন্ডন রজার্সকে চাকরিচ্যুত করে।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে চাকরি হারানো প্রথম কোচ হলেন স্কট পার্কার। গত আগস্টে তাকে ছাঁটাই করেছিল বোর্নমাউথ। এরপর গুনে গুনে আরও ১১ কোচ চাকরি হারান ইংল্যান্ডের টপ-ফ্লাইটে।
চলতি মৌসুমে যাদের ছাঁটাই করেছে যে ক্লাব
কোচের নাম ক্লাব
স্কট পার্কার বোর্নমাউথ
থমাস টুখেল চেলসি
ব্রুনো ল্যাজ উলভস
স্টিভেন গেরার্ড অ্যাস্টন ভিলা
রাফল হাসেনহাটল সাউদাম্পটন
ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এভারটন
জেসে মার্স লিডস
নাথান জোনস সাউদাম্পটন
প্যাট্রিক ভেইরা ক্রিস্টাল প্যালেস
আন্তেনিও কন্তে টটেনহাম হটস্পার
ব্রেন্ডন রজার্স লেস্টার সিটি
গ্রাহাম পটার চেলসি
আরএ/