মেসিকে দুয়ো, পিএসজির হার
এখনো পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেননি লিওনেল মেসি। তারই বাজে প্রভাব পড়ল মাঠে। নিজেদের খেলোয়াড়কেই দুয়ো দেন পিএসজির ভক্তরা। এরপর লড়াই শুরু হয়ে শেষ হওয়ার পর হারের গ্লানি সঙ্গে নিয়েই মাঠে ছাড়েন তারা।
রবিবার রাতে পার্ক দেস প্রিন্সেসে অলিম্পিক লিওর বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে এটা তাদের টানা দ্বিতীয় লিগ ম্যাচ হার। দুই সপ্তাহ আগে রেনের কাছে হেরেছিল ২-০ গোলে। লিওর জয়ের নায়ক ব্র্যাডলি বারকোলা।
প্রথমার্ধেই দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন আলেহান্দ্রে লাকাজেত্তে। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। দ্বিতীয়ার্ধে মিনিটে সেই ক্ষতে প্রলেপ দেন বারকোলা। আমিন সারের বদলি হিসেবে নামা এই ফুটবলারের ৫৬ মিনিটের স্ট্রাইক শেষতক জয়ের আনন্দে ভাসায় অতিথিদের।
চলতি মৌসুমে লিগ ওয়ানে পাঁচবার হারের স্বাদ পেল পিএসজি। তাতে কিছুটা টেবিলের শীর্ষে কিছুটা নড়বড়ে অবস্থান তাদের। ২৯তম রাউন্ড থেকে ৬৬ পয়েন্ট ১ নম্বরে রয়েছে ক্রিস্টোফ গালতিয়েরের দল। ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে লেন্স ও অলিম্পিক মার্শেই।
এদিকে, ম্যাচের শুরুটা হয়েছিল বিতর্কের মধ্য দিয়ে। যখন লাউডস্পিকারে ঘোষণা করা হচ্ছিল স্বাগতিকদের টিম লাইনআপ, তখন মাঠের এক পাশ থেকে দুয়োধ্বনি দেওয়া মেসিকে। আরেকপাশের ভক্তরা অবশ্য সেটা প্রতিহত করার চেষ্টা করে মেসির নামে স্লোগান তুলে।
মেসিকে নিয়ে এমন ঘটনা মোটেও ভালো লাগেনি গালতিয়েরের। পিএসজি কোচ বলেছেন, ‘মেসি এমন একজন খেলোয়াড় যে মৌসুমের শুরু থেকে আমাদের অনেক কিছু দিয়েছে। ম্যাচ চলাকালীন আমি একবারও তাকে তুলে নেওয়ার কথা ভাবিনি।’
লিওর বিপক্ষে হারের ম্যাচের চোটের কারণে ছিলেন না নেইমার। কিন্তু মেসির পাশাপাশি লড়াইয়ে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপজয়ী দুই তারকার থাকা সত্ত্বেও ক্লাবের হার, সেটাও টেবিলের ৯ নম্বরে থাকা প্রতিপক্ষের বিপক্ষে। সবমিলে বিষয়টি বাঁকা চোখেই নিয়েছে ভক্তরা।
তবে গালতিয়ের দেখছেন না মেসি-এমবাপ্পের দোষ। তিনি বলেছেন, ‘আমরা লিও ও কিলিয়ানের কাছ থেকে সবকিছু আশা করতে পানি না।’
এসএন