নতুন নেতৃত্বে দুর্দান্ত শুরু ফ্রান্সের
গোলের খাতা খুললেন সহঅধিনায়ক আতোয়ান গ্রিজম্যান। এরপর অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল। এক কথায়- নতুন নেতৃত্বে দুর্দান্ত শুরু ফ্রান্সের। নেদারল্যান্ডসকে বিধ্বস্ত করে ২০২৪ ইউরোর বাছাইপর্ব শুরু করেছে ফরাসিরা।
শুক্রবার রাতে নিজেদের আঙিনায় ডাচদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। এই ম্যাচ দিয়েই অধিনায়ক হিসেবে পথচলা শুরু করলেন এমবাপ্পে। নতুন ভূমিকায় পিএসজি সুপারস্টার জ্বলে ওঠায় নেদারল্যান্ডসের ডাগআউটে দ্বিতীয় মেয়াদে শুরুটা ভালো পেলেন না রোনাল্ড কোম্যান।
কাতার বিশ্বকাপের পর দুই দলের প্রথম ম্যাচে এগিয়ে মাত্র দুই মিনিট লাগে ফ্রান্সের। অধিনায়ক ও সহঅধিনায়কের দারুণ রসায়নে লিড পায় স্বাগতিকরা। গ্রিজম্যানকে গিয়ে এমবাপ্পে গোল করানোর ৬ মিনিট বাদেই দলের ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার ডায়োত উপমেকানো।
এরপর স্কোরশিটে নাম তুলেন এমবাপ্পে। অধিনায়ক হিসেবে প্রথমবার জালের দেখা পান ম্যাচের একবিংশ মিনিটে। অ্যাসিস্ট করেন চৌমেনি। চতুর্থ গোলে জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় ফরাসিদের। নির্ধারিত ৯০ মিনিটের দুই মিনিট আগে ডাচদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এমবাপ্পে।
বাছাইয়ে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে একটি গোল শোধ দেওয়ার সুযোগ পেয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু ইনজুরি টাইমে পেনাল্টি থেকেও লক্ষ্যভেদ করতে পারেননি মেমফিস দেপাই। তাতে ৪-০ গোলের হার হয় ডাচদের সঙ্গী।
এসএন