রাতে শুরু ২০২৪ ইউরো বাছাই
ফুটবলে চলছে বছরের প্রথম আন্তর্জাতিক বিরতি। এই ফিফা উইন্ডোতে হবে ২০২৪ ইউরো বাছাইপর্ব, যা শুরু হবে আজ রাতে। যারা নেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বাছাইয়ে সেসব দল এই উইন্ডো কাজে লাগাবে প্রীতি ম্যাচ খেলে।
সবশেষ ইউরোর ফাইনালে মুখোমুখি হয়েছিল ইতালি-ইংল্যান্ড। আজ ২০২৪ ইউরোর বাছাইপর্বের উদ্বোধনী দিনেই ইতালির সামনে ইংল্যান্ড। এটি প্রতিশোধের ম্যাচ থ্রি লায়ন্সদের জন্য। কেননা, লন্ডনে সেই ফাইনালে টাইব্রেকারে আজ্জুরিদের কাছে হেরেছিল ফুটবলের জনকরা।
ওই হারের বদলা এবং পরের ইউরোতে জায়গা করে নেওয়ার মিশন নিয়ে ইংলিশরা নাপোলির স্তাদিও ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে ইতালির মুখোমুখি হবে।
জার্মানিতে হবে ২০২৪ ইউরো। ওই মঞ্চে খেলার টিকিট কাটতে বাছাইপর্বে লড়বে ৫৩টি দেশ। ১০টি গ্রুপে ভাগ হয়ে লড়বে তারা। বাছাইপর্ব শেষে ২৩ দেশ সুযোগ পাবে মূলপর্বে খেলার। স্বাগতিক হওয়ায় জার্মানি ২৪ দলের টুর্নামেন্টে সরাসরি খেলবে।
আজ শুরু হয়ে ২০২৩ সালের ২১ নভেম্বর পর্যন্ত লড়বে বাছাইপর্বের খেলা। বাইলজ অনুযায়ী, ১০ গ্রুপের সেরা দুই দল চলে যাবে ২০২৪ ইউরোতে। তিনটিতে দলকে জার্মানি যেতে হবে নেশন্স লিগ প্লে-অফ খেলে।
আজ কাজাখস্থান ও স্লোভেনিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বাছাইপর্ব। ‘এইচ’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এর কিছু ঘণ্টা পরই লড়বে ইতালি-ইংল্যান্ড। আরও নির্দিষ্ট করে বললে, রাত ১টা ৪৫ মিনিটে।
একই রাতে একই সময়ে মাঠে গড়াবে বাছাইয়ের আরও ৬টি ম্যাচ। তারই একটিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের প্রতিপক্ষ লিখনস্টেইন। আরেকটিতে ডেনমার্ক লড়বে ফিনল্যান্ডের বিপক্ষে।
এসএন