গেইলের মতো বিনোদন দিতে চান লুইস
এবারের বিপিএলে মান সম্পন্ন বিদেশি ক্রিকেটারের খুবই অভাব। সেই অভাব কিছুটা মিটিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। তারা নিজেরা সরাসরি যোগাযোগ করে কিছু আন্তর্জাতিক মান সম্পন্ন ক্রিকেটার নিয়ে এসেছে। এদের বাইরে অধিকাংশ ক্রিকেটারেরই আর্ন্তজাতিক ক্রিকেটের স্বাদ শরীরে লাগেনি।
তারা মূলত টি-টোয়েন্টি ক্রিকেট খেলে থাকেন। এমনই একজন উইন্ডিজের ওপেনার কেনার লুইস। খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। বিধ্বংসী ব্যাটিং করে থাকেন। এবার সেই বিধ্বংসী ব্যাটিং তিনি বিপিএলে করে দেখাতে চান।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এখানে আসতে পেরে ভালো লাগছে। আমি বিপিএলে খেলব প্রথমবার। খেলার জন্য আমি মুখিয়ে আছি। আপনারা আমার কাছ থেকে নিশ্চিতভাবেই কিছু বিগ হিট দেখতে পারবেন। আমি আশা করছি এই শটগুলো আপনারা উপভোগ করবেন।’
কেনার লুইসের বয়স ৩০। টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ খেলেছেন ৩১টি। যার ৩০টি ব্যাট করে রান করেছেন ৬৬৭। স্ট্রাইক রেট ১৩২.৩৪ । হাফ সেঞ্চুরি আছে ৪টি। সর্বোচ্চ ৮৯। বিপিএল খেলার আগে তিনি শ্রীলঙ্কায় এসপিএল খেলে এসেছেন। তার দল ছিল ক্যান্ডি ওয়ারির্য়াস। সেখানে তার ইনিংসগুলো ছিল ২১, ২৭, ৬২, ৪১, ০ ও ১৭। তার আগে তিনি দুবাইতে টি-টেন আসর খেলেছিলেন নর্দান ওয়ারিয়ার্সের হয়ে। রান করেছিলেন ২, ৩৫, ৭, ১০, ৪৯, ০, ৭, ০, ২২ ও অপরাজিত ৬৫।
লুইসের বিগ হিট খেলার ধরনের কারণে তাকে অনেকেই ক্রিস গেইলের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। এ রকম তুলনায় নিজেকের অনেক সম্মানিত মনে করেন লুইস। তিনি বলেন, ‘কিংবদন্তি গেইলের সঙ্গে আমাকে তুলনা করা আমার জন্য অবশ্যই অনেক সম্মানের। আমি তার মতো করে নিজেকে গড়ে তুলতে চাই।
বিগ হিট খেলার পারদর্শী হলেও বাংলাদেশের পিচ তার খেলার জন্য অন্তরায় হতে উঠতে পারে। বিষয়টি ইতোমধ্যে জেনে গেছেন এই হার্ড হিটার। তিনি বলেন, ‘আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’
এমপি/এমএমএ/