আফগানদের হারিয়ে বাংলাদেশের যুবাদের প্রতিশোধ
দুই দিন আগে আবুধাবির ওভালে তিনজাতির অনূর্ধ্ব-১৯ আসরে আফগান যুবাদের কাছে বাংলাদেশের যুবারা ১৫৮ রানের বড় ব্যবধানেই হেরেছিল। আজ (১৫ মার্চ) একই মাঠে ফিরতি ম্যাচে পুরোপুরি না হলেও অনেকটা নিজেদের হারের মতো করেই আফগানদের হারিয়ে প্রতিশোধ নিয়েছে বাংলাদেশে দল। তারা জয়ী হয়েছে ৬৩ রানে। আগে ব্যাট করে বাংলাদেশ ৪৯.৩ ওভারে ২৩১ রানে অলআউট হয়। জবাব দিতে নেমে আফগানরা অলআউট হয় ৪৫.৪ ওভারে ১৬৩ রানে।
টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ভালো সূচনা পায়নি। ৫২ রানে ৬ উইকেট হারিয়ে আরেকটি শোচনীয় হারের চিত্রনাট্যই লিখতে যাচ্ছিল। কিন্তু ছয়ে নামা সিহাব জেমস শেখ পারভেজ জীবনকে নিয়ে প্রতিরোধ গড়ে দলের ইনিংস হৃষ্টপুষ্ট করেন। জুটিতে তারা যোগ করেন ২২.১ ওভারে ১০১ রান। ৬৪ বলে ৬ চারে ৪৮ রান করে জীবন আউট হয়ে গেলে ভেঙে যায় জুটি। সিহাব জেমস ছুটেন সেঞ্চুরির দিকে। কিন্তু সেঞ্চুরি থেকে ২ রান দূরে থাকতে তিনি ৯৮ রানে দুর্ভাগ্যবশত রানআউট হয়ে যান। ১২৫ বলে খেলে ২টি ছক্কা ও ১২টি চারে সাজানো ছিল তার ইনিংস। ইয়ামা আরব ৫৮ রানে নেন ৪ উইকেট। ২টি উইকেট নেন ফারদিন।
আরেকটি জয়ের আশায় ব্যাট করতে নেমে এবার আর মোটেই সুবিধা করতে পারেননি আফগান ব্যাটাররা। যদিও তারা সোহেল খান জুরমাতির ৮৮ রানে ভর করে ভালো অবস্থানেই ছিল। একপর্যায়ে তাদের রান ছিল ৫ উইকেটে ১৪৫। ষষ্ঠ উইকেট জুটিতে ওসমানিকে নিয়ে তিনি ৪৮ রান যোগ করেন। কিন্তু ওসমানি ১৯ রান করে আউট হওয়ার পরই তাদের ধস নামে। ১৪৯ রানেই হারায় ৩ উইকেট। এর মাঝে ছিল জুরমাতির উইকেটও। ফলে ৫ উইকেটে ১৪৫ রান থেকে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৪৯। এরপর ১৬৮ রানে শেষ হয় তাদের ইনিংস। রাফি উজ্জামান রাফি ৩২ রানে নেন ৩টি উইকেট। বর্ষন ৩৬ রানে ও রাব্বি ৩৯ রানে নেন ২টি করে উইকেট।
এমপি/এসজি