বৃষ্টি আইনে মাশরাফীর রূপগঞ্জের জয়
টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডেকে ‘বাংলাওয়াশ’ করার পরদিনই মাঠে গড়িয়েছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল)। প্রথম দিন তিনটি মাঠে তিনটি খেলা অনুষ্ঠিত হয়েছে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল নবাগত ঢাকা লিওপার্ডসকে হারিয়ে শুভসূচনা করার পর ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগ থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠে আসা নবাগত অগ্রণী ব্যাংকের বিপক্ষেও শুভসূচনা করেছে বর্তমান রানার্সআপ মাশরাফী বিন মোর্ত্তজার লিজেন্ডস অব রূপগঞ্জ। তারা ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২০ রানে জয়ী হয়েছে।
খেলা শুরু সাড়ে ৯টায়। অগ্রণী ব্যাংকের ইনিংসে বৃষ্টি নেমে আসলে খেলা ৪৪ ওভারে নির্ধারণ করা হয়। আজিম নাজির কাজির (১০২) লিগের প্রথম সেঞ্চুরিতে টস হেরে ব্যাট করতে নেমে অগ্রণী ব্যাংক রান করে ৮ উইকেটে ২৪৩। খেলার সময় বেড়ে করা হয় ৫টা ৫৩ মিনিট পর্যন্ত। এই সময়ের মাঝে খেলা ৩৮.৫ ওভার পর্যন্ত হয়। এসময় লিজেন্ডস অব রূপগঞ্জের রান ছিল ৩ উইকেটে ২১৫। এরপর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে খেলার ফলাফল নির্ধারণ করা হয়। যেখানে রূপগঞ্জ জয় পায় ২০ রানে।
অগ্রণী ব্যাংক টস হেরে ব্যাট করতে নেমে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে। চতুর্থ উইকেট জুটিতে ওপেনার সাদমান ইসলাম ও সেঞ্চুরিয়ান আজিম নাজির কাজি ১৯.৩ ওভারে ৯৯ রান যোগ করেন। সাদমান ৭৭ বলে ৬২ রান করে আউট হয়ে যান। সাদমান এর আগে বিসিএলের শেষ দুই ইনিংসে একটি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি করেছিলেন। মুক্তার আলীর বলে ১ রান নিয়ে তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৬৬ বলে। আউট হন মুক্তার আলীরই বলে মুনিম শাহরিয়ার হাতে ধরা পড়ে। আজিমও মুক্তার আলীর বলে ১ রান নিয়ে ৬৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর সেঞ্চুরি পূর্ণ করেন চেরাগ জানির বলে ১ রান নিয়ে। তিনি বল খেলেন ১০১টি। আউট হন আল আমিনের বলে মুনিম শাহরিয়ার হাতে ধরা পড়ে। তার ১০৫ বলের ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৯টি চার।
চেরাগ জানি ৩৮ রানে ৩টি, মাশরাফী ২১ ও আল আমিন ৬৫ রানে নেন ২টি করে উইকেট।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জের ইরফান শুক্কুর ৭৭ বলে ১ ছক্কা ও ৬ চারে অপরাজিত ৭১ (হাফ সেঞ্চুরি করেন ৫৫ বলে), সাব্বির রহমানের ৪৯, মুনিম শাহরিয়ারের ৪৩ ও চেরাগ জানির অপরাজিত ৩৩ রানে জয়ের পথ তৈরি করে আলোর স্বল্পতায় পড়ে। পরে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচ জিতে ২০ রানে।
এমপি/এসজি