টি-টোয়েন্টি ক্রিকেট
হাজার রানের মাইলফলকে প্রথম বাংলাদেশি ফারজানা
মেয়েদের ওয়ানডে ক্রিকেটে এখনো বাংলাদেশের কোনো ব্যাটাররা এক হাজার রান করতে পারেননি। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে সেই কাজটি সেরে ফেলেছেন ফারজানা হক পিংকি। মঙ্গলবার (১৮ জানুয়ারি) মালয়েশিয়ার কুয়ালালামপুরে কমনওয়েলথ গেমস বাছাই ক্রিকেটে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে ৭ রানের অপরাজিত ইনিংস খেলার পথে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। বাংলাদেশের হয়ে প্রথম হলেও বিশ্ব ক্রিকেটে তিনি ৩৬তম ক্রিকেটার।
হাজার রানের মাইলফলক স্পর্শ করার জন্য ফারজানার প্রয়োজন ছিল মাত্র ২ রানের। নূর আরিয়ান্না যে ওভারে মুর্শিদাকে আউট করার পর ব্যাট করতে নেমেছিলেন ফারজানা সেই ওভারেই দুইবার সিঙ্গেল রান নিয়ে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
ফারজানা যখন ক্রিজে আসেন, তখন দলের জয়ের জন্য প্রয়োজন মাত্র ৬ রানের। সেখানে তার সংগ্রহই ছিল ৭ রান! দুই দলের রান সমান হয়ে যাওয়ার পর ফারজানা বাউণ্ডারি মেরে জয়সূচক রান সংগ্রহ করেন।
হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ফারজানা খেলেছেন ৬৪ ম্যাচ। প্রতিটি ম্যাচেই তিনি ব্যাট করেছেন। দুইটি ফিফটির সঙ্গে আছে একটি সেঞ্চুরিও। তার সেঞ্চুরিটি ছিল মালদ্বীপের বিপক্ষে। ২০১৯ সালে সাফ গেমসে নেপালের পোখারায় তিনি এই সেঞ্চুরি করেছিলেন মাত্র ৫৩ বলে। বাউণ্ডারি ছিল ২০টি। একই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের অপর ব্যাটার নিগার সুলতানাও। তিনি ১১৩ রানে অপরাজিত ছিলেন। বলে খেলেছিলেন ৬৫টি। দুজন মিলে তৃতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে রান যোগ করেছিলেন ২৩৬। পরে মালদ্বীপকে মাত্র ৬ রানে অলআউট করে বাংলাদেশ ম্যাচ জিতেছিল ২৪৯ রানে।
ফারজানার দুইটি হাফ সেঞ্চুরির একটি আয়ারল্যান্ড ও অপরটি ভারতের বিপক্ষে। দুটিই ছিল ২০১৮ সালে। আয়ারল্যান্ড সফরে সিরিজের তৃতীয় ম্যাচে তিনি ৪৭ বলে ২ ছক্কা ও ৬ চারে ৬৬ রানে অপরাজিত ছিলেন। কিন্তু ম্যাচটিতে বাংলাদেশ হেরেছিল ৬ উইকেটে। বাংলাদেশের ৪ উইকেটে ১৫১ রানের জবাবে আয়ারল্যান্ড শেষ বলে জয়সূচক রান করে ম্যাচ জিতেছিল ৬ উইকেট। বোলার ছিলেন জাহানারা আলম। যিনি কমওয়েলথ গেমস বাছাই ক্রিকেটে দল থেকে বাদ পড়েছেন।
ভারতের বিপক্ষে ফারজানার হাফ সেঞ্চুরির ইনিংসটি ছিল এশিয়া কাপের লিগ পর্বে। এই কুয়ালালামপুরেই তিনি ৪৬ বলে ১ ছক্কা ও ৫ চারে ৫২ রান করে অপরাজিত ছিল। ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ৭ উইকেটে। ভারতের ৭ উইকেটে করা ১৪১ রান বাংলাদেশ টপকে গিয়েছিল ২ বল হাতে রেখেই।
টি-টোয়েন্টি ক্রিকেটে ফারজানা হাজার রানের ঘরে প্রথম প্রবেশ করলেও দ্বিতীয় ব্যাটার পেতে খুব বেশি সময় হয়তো অপেক্ষা করতে হবে না। ৮৬১ রান করে নিগার সুলতানা আছেন পাইপ লাইনে।
টি-টোয়েন্টি ক্রিকেটে সবার উপরে আছেন নিউ জিল্যান্ডের সুজি বেটিস। ১২৫ ম্যাচের ১২২ ইনিংসে তার রান ৩৩৪৪। দ্বিতীয় স্থানে আছেন উইন্ডিজের স্টিফেনি টেলর। ১১১ ম্যাচের ১০৯ ইনিংসে তিনি করেছেন ৩১২১ রান। ১১৩ ম্যাচের ১০৬ ইনিংসে ২৯৪৩ রান করে তালিকায় তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার মেগহান লাননিং।
এমপি/এসআইএইচ