তুর্কমেনিস্তানকে উড়িয়ে বাছাইপর্ব শুরু বাংলাদেশের
প্রত্যাশিত জয় দিয়েই এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ নারী দল। শুক্রবার তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে 'এইচ' গ্রুপের ম্যাচে জিতেছে ৪-০ ব্যবধানে।
বাংলাদেশের জয়ের নায়ক আকলিমা খাতুন ও স্বপ্ন রানী। দুই জনের জোড়া গোলে হেসেখেলে জিতেছে বয়সভিত্তিক সাফজয়ী মেয়েরা। ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করা ছোটনের শিষ্যরা প্রথমার্ধে এগিয়ে ছিল ১-০ গোলে। যোগ করা সময়ে গোলটি করেন আকলিমা।
আকলিমার ওই গোল নিয়ে আপত্তি ছিল প্রতিপক্ষের। হ্যান্ডবলের দাবি তুলে অতিথিরা। গোল বাতিলের জন্য মাঠে পর্যন্ত প্রবেশ করেন তুর্কমেনিস্তান কোচ। তবে রেফারি তার সিদ্ধান্ত বদলাননি। বিতর্কিত সেই গোলের পর দ্বিতীয়ার্ধে আরও তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠায় বাংলার মেয়েরা।
৭১ মিনিটে আকলিমার আরেক গোলে দ্বিগুন হয় বাংলাদেশের ব্যবধান। এরপর স্বপ্নার চমক। দুই মিনিটের ব্যবধানে দুবার জালের দেখা পান তিনি। ৮০ মিনিটে ইতি খাতুনের ক্রসে প্রথম গোল পান স্বপ্না। এরপর শাহেদা আক্তার রিপার অ্যাসিস্টে স্কোরলাইন ৪-০ করেন তিনি।
এএজেড