ম্যানইউর গোলোৎসব, আর্সেনালের হোঁচট
ইউরোপা লিগে শেষ ষোলোর প্রথম লেগে গোলোৎসব করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রিয়াল বেটিসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রেড ডেভিলসরা। একই রাতে একই মঞ্চে হোঁচট খেয়েছে আর্সেনাল। ২-২ গোলে ড্র করেছে স্পোর্টিং সিপির আঙিনায়।
টুর্নামেন্টের প্লে-অফে বার্সেলোনার মতো পরাশক্তিকে পরাস্ত করেছে ম্যানইউ, যাদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে পাত্তা পায়নি স্পেনের আরেক ক্লাব বেটিস। প্রথম লেগে একের পর এক আক্রমণে অতিথিদের কোণঠাসা করে রাখে এরিক টেন হ্যাগের শিষ্যরা।
দাপুটে ফুটবলে প্রথম লেগে ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় রেড ডেভিলসরা। দলকে লিড উপহার দেন মার্কোস রাশফোর্ড। কিন্তু লিড আগলে বিরতিতে যাওয়ার সৌভাগ্য হয়নি তাদের। ৩২ মিনিটে পেরেজের স্ট্রাইকে ম্যাচ সমতা টানেন বেটিস।
দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়িয়ে আরও তিনটি গোল আদায় করে নেয় ম্যানইউ। ৫২ মিনিটে স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্থনি। এর রেশ না কাটতেই, ৫৮ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন ব্রুনো ফার্নান্দেজ। বেটিসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ডাচ ফরোয়ার্ড ওয়াউট ভেগহোর্সট।
প্রথম লেগে আর্সেনাল হার এড়িয়েছে আত্মঘাতী গোলে। অথচ স্পোর্টিং সিপির আঙিনায় ম্যাচের ২২ মিনিটেই এগিয়ে গিয়েছিল গানাররা। অতিথিদের এগিয়ে নেন সালিবা। ১২ মিনিট বাদেই সেই গোল শোধ দেন স্বাগতিক ফুটবলার গনকানো ইনাসিও।
প্রথমার্ধে সমতায় ফেরা স্পোর্টিং সিপি এগিয়ে যায় দ্বিতীয়ার্ধের দশম মিনিটে। স্কোরলাইন ২-১ করেন পাওলিনহো। তাতে হারের শঙ্কা উঁকি দেয় আর্সেনাল শিবিরে। ৬২ মিনিটে সেই শঙ্কা দূর হয় মোরিতা আত্মঘাতী গোলে এবং ম্যাচও থেকে যায় অমীমাংসিত।
একই রাতে একই মঞ্চে জয়ের দেখা পেয়েছে বায়ার লেভারকুসেন ও রোমা। তারা হারিয়েছে যথাক্রমে ফেরেঙ্কভারোস ও রিয়াল সোসিয়েদাদকে। দুই দলই জিতেছে ২-০ ব্যবধানে। প্রথম লেগে একই ব্যবধানে ফেনেরবাখকে পরাস্ত করেছে সেভিয়া।
অপরদিকে, ইউনিয়ন বার্লিনের মাঠে ৬ গোলের থ্রিলার ৩-৩ সমতায় শেষ করেছে ইউনিয়ন এসজি। ঘরের মাঠে ফ্রেইবুর্গের বিপক্ষে জুভেন্টাস পেয়েছে ১-০ গোলে কষ্টার্জিত জয়। স্বাগতিক শাখতার দোনেৎস্কের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফেইনুর্ড।
এসএন