পরিবর্তনের ডাকে বিপিএলের পারফরমারদের সাড়া
বিপিএলের তিন সর্বোচ্চ রানসংগ্রাহক নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার ও তৌহিদ হৃদয়। বিপিএলের ফর্ম এই তিন ব্যাটার ধরে রেখে ইংল্যান্ডের উপরও প্রয়োগ করেন। তাদের এই প্রয়োগের ফল পেয়েছে বাংলাদেশ দল।
বিপিএলের পারফরমারদের পুঁজি করে হাথুরুসিংহের হাত ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে যে পরিবর্তনের ডাক দেওয়া হয়েছে তার সুফল পেতে বাংলাদেশ দল পাত্তাই দেয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাধারী ইংল্যান্ডকে। তাদের করা ৬ উইকেটে ১৫৬ রান বাংলাদেশ দল পাড়ি দিয়েছে ১২ বল ও ৬ উইকেট হাতে রেখে। ইংল্যান্ডের বিপক্ষে এটি ছিল বাংলাদেশের প্রথম জয়। এর আগে এক ম্যাচ খেলে বাংলাদেশ হেরেছিল ৮ উইকেটে।
বাংলাদেশের এই জয়ে মূল ভূমিকা পালন করেছেন বিপিএলের পরফরমাররা। প্রথমে বল হাতে বিপিএলে ১৭ উইকেট নিয়ে গড় রানে দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারি হাসান মাহমুদ। ইংল্যান্ডের রান যেখানে দুইশ ছুঁই ছুঁই হওয়ার কথা, তা হয়নি ডেথ ওভারে হাসান মাহমুদের টাইট বোলিংয়ে। ১৬তম ওভারে ১ ও ১৮তম ওভারে ৪ রান দেন। এই দুই ওভারেই তিনি নেন একটি করে উইকেট।
ইংল্যান্ডকে ১৫৬ রানে আটকে রাখার ফলে ম্যাচ বাংলাদেশের গ্রিপে থেকে যায়। সেটিকে পরে জয়ে রূপ দেন নাজমুল হোসেন শান্ত ৩০ বলে ৮ চারে ৫১, তৌহিদ হৃদয় ১৭ বলে ২ চার ও ১ ছয়ে ২৪, রনি তালুকদার ১৪ বলে ৪ চারে ২১ রান করে। সেখানে পরে শামিল হন অধিনায়ক সাকিব আল হাসান ২৪ বলে ৬ চারে অপরাজিত ৩৪ রান করে। এসময় আফিফ অপরাজিত ছিলেন ১৫ রানে।
এমপি/এসজি