আমি জাদুকর নই: হাথুরুসিংহে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অবস্থা খুবই কাহলি। রুগ্ন, জরাজীর্ণ। টি-টোয়েন্টি ক্রিকেট প্রচলনের শুরু থেকেই বাংলাদেশ খেকলে আসছে। দীর্ঘ ১৭ বছরের পথ পরিক্রমায় এখনও বাংলাদেশ পায়ের তলার মাটি খোঁজে পায়নি। হারকে মেনে নিয়েই যেন খেলতে নামে।
বাংলাদেশের অবস্থা এতটাই দুর্বল যে স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে দুইবার খেলে দুইবারই হেরেছে। বাংলাদেশের পরে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তানের সঙ্গেতো পেরেই উঠে না। হংকং, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডের মতো দলের কাছেও হারের নোনা সাদ আছে।
এই অবস্খার উত্তোরনের জন্য নানা চেষ্টা করা হয়েছে। কিন্তু তাতে পরিবর্তন আসেনি। অবস্থা তথবৈচ। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বাকাপে শ্রীরাম শ্রীধরনকে এনে বিশেষ অ্যাসাইন্টমেন্ট দেওয়া হয়েছিল। তাতেও যে খুব একটা ফলাফল এসেছে তা কিন্তু নয়। যতটুকু এসেছে, সেটিকে বলা যায় মন্দের ভালো। বিশ্বকাপে বাংলাদেশ জয় পেয়েছিল জিম্বাবুয়েও ও নেদারর্যান্ডসের মত দলের বিপক্ষে। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ভারতের কাছে হেরেছিল।
বাংলাদেশের এই অবস্থার পরির্তনের জন্য এবার নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে চন্ডিকা হাথুরুসিংহেকে। ইতিমধ্যে তিনি তার মিশন শুরু করেছেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। যেখানে সিরিজ হারলেও শেষ ম্যাচে দল জয় পেয়েছিল। এবার টি-টোয়েন্টি সিরিজের পালা। সম্ভব হবে কি তার হাত ধরে বদলে যাওয়া। আগামীকাল ৯ মার্চ শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহের দিকে ছুটে গিয়েছিল এই প্রশ্ন।
কথায় দারুণ পটু হাথুরুসিংহের জবাব, ‘আমি জাদুকর নই। তবে আমি চেষ্টা করতে পারি। ভালো করতে হলে ব্যাটিং-বোলিং-ফিলিডংয়ে উন্নতি করতে হবে। ওয়ানডেতে আমরা সেটেলড । কিন্তু টি-টোয়েন্টিতে এক্সপেরিমেন্ট চলছে। এক্সপেরিমেন্ট দল কখনো শক্তিশালী হতে পারে না। কোনো লুকোচুরি নেই আমার কাছে। ইংল্যান্ড আমাদের চেয়ে শক্তিশালী, না আমরা তাদের চেয়ে শক্তিশালী, এটাও দেখার সুযোগ আছে এই সিরিজে।
এমপি/এমএমএ/