ঢাকার জার্সি উন্মোচন অনুষ্ঠানে মাহমুদউল্লাহর অধিনায়কত্ব ঘোষণা
বিপিএলে এবার চমক ছিল মাশরাফি-তামিম-মাহমুদউল্লাহর একই দলে খেলা। তিনজনএকই দলে সুযোগ পাওয়ায় প্রশ্ন উঠে আসে কে হবেন নেতা? তিনজনই নিজ নিজ আঙ্গিনায় সফল। জাতীয় দলে নেতৃত্ব দেওয়া ছাড়াও বিপিএলে ভিন্ন ভিন্ন দলে খেলার সময় সবাই নেতৃত্ব দিয়েছেন। অবশেষে সকল প্রশ্নের অবসান ঘটিয়ে ঢাকার জার্সি উন্মোচন অনুষ্ঠানে মাহমুদউল্লাহর নাম ঘোষণা করা হলো নেতৃত্বের জায়গায়।
যদিও নেতৃত্বে বেশি সফল মাশরাফি। তারপরও একজনকে বেছে নিতে হবে। সেই একজন বেছে নেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে। আজ এক সংবাদ সম্মেলনে মিনিষ্টার ঢাকা দলের পক্ষে মাহমুদউল্লাহর নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক খান। এ সময় মঞ্চে তার সঙ্গে বসা ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। অধিনায়কের নাম ঘোষণার পাশাপাশি জার্সিও উন্মোচন করা হয়।
মাশরাফি সর্বশেষ অধিনায়ক হিসেবে ওয়ানডে দলে নেতৃত্ব দিয়েছেন। তামিম ইকবাল বর্তমানে ওয়ানডে এবং মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিচ্ছেন। মাহমুদউল্লাহকে বেছে নেওয়া প্রসঙ্গে আব্দুর রাজ্জাক খান বলেন, ‘মাহমুদউল্লাহ ভাই টি-টোয়েন্টির জন্য সেরা বলে আমরা মনে করি। তামিম ভাই অভিজ্ঞ। মাশরাফি ভাইও অভিজ্ঞ। আমরা সবার সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছি।’
ঢাকা দলের মালিকানা অনেক হাত ঘুরে এসেছে মিনিস্টার গ্রুপের কাছে। প্রথমে ছিল মার্ন এন্ড রূপা গ্রুপের কাছে। পরে সেখানে পরিবর্তন আসে। বিসিবির মালিকানায় প্লেয়ার্স ড্রাফটে অংশ নেয় তারা। সেখানে মাশরাফি-তামিম-মাহমুদউল্লাহর সঙ্গে এক ঝাঁক তারকা ক্রিকেটার দলে নেওয়া হয়। এদিকে বিসিবির মালিকানা থাকায় এ নিয়ে প্রশ্নও উঠে। পরে তা মিনিস্টার গ্রুপের কাছে মালিকানা দেওয়া হয়।
মাহমুদউল্লাহর জন্য তামিম-মাশরাফিকে টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দেওয়া এবারই প্রথম হবে। কারণ তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হওয়ার পর তামিম ইকবালকে পেলেও মাশরাফিকে পাননি। এমন একটি দলকে নেতৃত্ব দেওয়া চাপের হবে কি-না জানতে চাওয়া হলে মাহমুদউল্লাহ সে রকমটি হবে না বলে জানান। তিনি বলেন, ‘আমার কাছে কোনো চাপ নেই। খুব ভালো দল আমি পেয়েছি। এখানে আমাদের সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে— দলে অভিজ্ঞ ও ম্যাচ জয়ী ক্রিকেটার আছেন। আমাদের এখন দল হিসেবে ভালো খেলতে হবে। ব্যক্তিগত পর্যায়েও ভালো খেলতে হবে।’
মাহমুদউল্লাহকে অধিনায়ক করার ইংগিত তামিম ইকবাল প্লেয়ার্স ড্রাফটের দিনই বলেছিলেন। আজ এ নিয়ে বলেন, ‘টি-টোয়েন্টিতে উনি অসাধারণ করেছেন। তার অধীনে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে জিতেছি। এখনও আমাদের টি-টোয়েন্টি অধিনায়ক তিনি। তারই অধিনায়ক হওয়া উচিত।’
এমপি/এএন