মেক্সিকান ওপেনে চ্যাম্পিয়ন ডি মিনাউর
শুরুটা হয় হার দিয়ে। তাতে ভড়কে যাননি অ্যালেক্স ডি মিনাউর। উল্টো দুর্দান্ত প্রত্যাবর্তনে টমি পলের বিপক্ষে জিতে নেন পরের দুই সেট। তাতে মেক্সিকান ওপেনে চ্যাম্পিয়নের মুকুট পড়েছেন অস্ট্রেলিয়ান ডি মিনাউর।
শনিবার (৪ মার্চ) রাতে আকাপুলকোতে ডি মিনাউর ফাইনাল জিতেছেন ৩-৬, ৬-৪, ৬-১ গেমে। এটা তার ক্যারিয়ারের সপ্তম শিরোপা। তবে এটিপি-৫০০ ইভেন্টে প্রথমবার ট্রফি জিতলেন তিনি।
শুক্রবার রাতে সেমিফাইনালেও প্রথম সেট হেরেছিলেন অস্ট্রেলিয়ান তারকা। ফাইনালে একই ঘটনার জন্ম দেন ডি মিনাউর। টমি পলকে হারাতে তার লাগে ২ ঘণ্টা ২৭ মিনিট।
শিরোপা জয়ের পর অন-কোর্ট সাক্ষাৎকারে ডি মিনাউর বলেছেন, ‘এটা দুর্দান্ত, আশ্চর্যজনক। এটা কঠোর পরিশ্রমের ফল। ইন্ডিয়ান ওয়েলস এবং মিয়ামিতেও একই রকম কিছু করার চেষ্টা করব।’
এসজি