শিরোপা জয়ে মেদভেদেভের হ্যাটট্রিক
দুই রাশিয়ানের ফাইনালে পারলেন না আন্দ্রে রুবলেভ। স্বদেশিকে সরাসরি সেটে হারিয়ে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছেন দানিল মেদভেদেভ। তাতে শিরোপা জয়ে হ্যাটট্রিক করলেন তিনি।
শনিবার (৪ মার্চ) রাতে শিরোপার লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রুবলভেকে ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন মেদভেদেভ। এর আগে দোহা এবং রটারডামে শিরোপা উল্লাস করেন ২৭ বছর বয়সী এই খেলোয়াড়।
টেনিসে টানা ১৪ ম্যাচ অপরাজেয় মেদভেদেভ, যার ঝুলিতে জমা পড়েছে ১৮তম ট্যুর-লেভেল শিরোপা। সপ্তাহজুড়ে একটি সেটও হারেননি তিনি। দুবাইয়ে শিরোপা জয়ের পথে (সেমিফাইনালে) নোভাক জোকোভিচকে হারিয়েছেন এই রাশিয়ান।
সবশেষ ১২ মাস খুব কঠিন ছিল মেদভেদেভের জন্য। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন থেকেও বিদায় নেন দ্রুত। তাতে ছিটকে যান র্যাঙ্কিংয়ের সেরা ১০ থেকে। এরপরই ছন্দে ফিরেন তিনি। শিরোপার হাসি হাসেন টানা তিন এটিপি ট্যুরে।
দুবাইয়ে শিরোপা জয়ের পর মেদভেদেভ বলেছেন, ‘এটি আশ্চর্যজনক। কারণ বছরের শুরুটা নিখুঁত ছিল না। টেনিসে যখন আপনি টুর্নামেন্ট জিততে পারেন না, অনুশীলন যেমনই হোক না কেন, আপনি স্বস্তিতে থাকতে পারবেন না। যাই হোক, এখন অনেক ভালো লাগছে।’
এসজি