সাদমানের সেঞ্চুরিতে প্রথমদিন দক্ষিণাঞ্চলের
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে সাদমান ইসলামের অপরাজিত ১৩০ রানে ভর করে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে দক্ষিণাঞ্চল।
মধ্যাঞ্চলের বিপক্ষে প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ২৩৪ রান। সাদসানের সঙ্গে ৫৫ রানে অপরাজিত আছেন অধিনায়ক ফজলে মাহমুদ রাব্বি।
শনিবার (৪ মার্চ) কক্সবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চলের শুরুটা ভালো হয়নি। শতরানের আগেই তারা হারিয়ে ফেলে ৩ উইকেট। এ সময় একে একে বিদায় নেন পিনাক ঘোষ ১৬, এনামুল হক বিজয় ২৩ ও অমিত হাসান ০ রানে। হাসান মুরাদ নেন ২টি উইকেট। অপর উইকেট নেন আবু হায়দার রনি।
এ সময় দক্ষিণাঞ্চল বেশ চাপে ছিল। কিন্তু এই চাপকে আর ঘনিভূত হতে দেননি সাদমান ইসলাম ও ফজেলে রাব্বি। দুইজনে জুটি বাঁধার পর আর কোনও উইকেটই পড়তে দেননি। পার করে দিনের বাকি সময়। দুই জনে চতুর্থ উইকেট জুটিতে ১৩৭ রান যোগ করে অবিচ্ছিন্ন থাকেন। আবু হায়দারকে বাউন্ডারি মেরে ১১৫ বলে হাফ সেঞ্চুরি করার পর প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের দ্বাদশ সেঞ্চুরি করেন ২১৪ বলে।
শরিফউল্লাহর বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে খেলে ৩ রান নিয়ে তিনি সেঞ্চুরি করেন। শুভাগত হোমের বলে থার্ড ম্যানে খেলে ১ রান নিয়ে ফজলে রাব্বি হাফ সেঞ্চুরি করেন ১৩৪ বলে।
সাদমান ইসলাম আগের ম্যাচেও একই প্রতিপক্ষের বিপক্ষে ১৩০ রান করেছিলেন। রান খরায় ভুগতে থাকা সাদমান ইসলাম দীর্ঘদিন রানের দেখা পেলেন। বর্তমানে তিনি জাতীয় দলের বাইরে আছেন। এই ইনিংসগুলো আবারও তাকে জাতীয় দলে ফেরার পথ খুলে দেবে।
এমপি/এমএমএ/