আহমেদাবাদ টেস্টে তাকিয়ে রোহিত
ইনদোর টেস্ট হেরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে উঠার সুযোগ হাতছাড়া করেছে ভারত। তবে শিরোপা লড়াই নিশ্চিতের রেস থেকে ছিটকে যায়নি এশিয়ার দেশটি। ডব্লিউটিসির দ্বিতীয় চক্রে আর মাত্র একটি টেস্ট বাকি তাদের, যা জিতলেই ফাইনালে উঠে যাবে তারা। তাই আহমেদাবাদ টেস্টে তাকিয়ে আছেন অধিনায়ক রোহিত শর্মা।
আগামী ৯ মার্চ বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট শুরু হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ওই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই আগামী জুনে লন্ডনে একই প্রতিপক্ষের বিপক্ষে ডব্লিউটিসির ফাইনাল নিশ্চিত করবে ভারত। তাদের বিপক্ষে ইনদোর টেস্ট ৯ উইকেটে জিতে ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
ইনদোরের হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে রোহিত বলেছেন, ‘আমরা এটি সম্পর্কে এখনো ভাবিনি। আহমেদাবাদ টেস্টে আমাদের কী করা দরকার তা ভাবার জন্য সময় আছে। আমাদের পুনরায় একত্রিত হতে হবে এবং দেখতে হবে যে প্রথম দুই টেস্টে কী কী সঠিক করেছিলাম। উইকেট যেমনই হোক না কেন, আমাদের মাঠে নেমে নিজেদের কাজটা করতে হবে।’
হারের ব্যাখ্যায় রোহিত তাদের ব্যাটিং ব্যর্থতাকেই দুষলেন, ‘যখন আপনি কোনো টেস্ট হারবেন, তখন অনেক কিছু থাকে যা আপনার পক্ষে যায়নি। আমরা প্রথম ইনিংসে বড় রান পাইনি এবং তারা লিড পেয়ে যায়। এরপর (ব্যাটিংয়ে) দ্বিতীয় ইনিংসে আমরা ব্যর্থ হয়েছি। মাত্র ৭৬ রানের লক্ষ্য ছিল। প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করতে পারলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।’
ভারতীয় অধিনায়ক যোগ করেন, ‘আমাদের শান্ত থাকতে হবে এবং পরিকল্পনা অনুসরণ করা প্রয়োজন। আপনি যখন চ্যালেঞ্জিং উইকেটে খেলছেন, তখন সাহসী হওয়া দরকার।’
এসজি