বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৩ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

এক ম‌্যাচে এতো মাইলফলক!

ক্রিকেট খেলায় ১০০, ২০০, ৩০০ এমনকি ৪০০ সংখ‌্যাগুলো বিশেষ গুরুত্ব বহন করে। তা যেমন ব‌্যক্তিগতভাবে, তেমনি বস্তুগতভাবেও। ১০০ একজন ব‌্যাটসম‌্যানের আরাধ‌্য সেঞ্চুরি। বোলারের জন‌্য বহুল কাঙ্ক্ষিত মাইলফলক। তেমনি একটি ভেন‌্যুর জন‌্যও বিশেষ মাইলফলক। এটি একেক সময় একেকজন স্পর্শ করে থাকেন। কিন্তু কাকতলীয়ভাবে আজ বাংলাদেশ-ইংল‌্যান্ডের দ্বিতীয় একদিনের ম‌্যাচে টস হওয়ার পরপরই এক সঙ্গে কয়েকটি মাইলফলক হয়ে গেছে। আজ মিরপুরে বাংলাদেশ খেলবে ২০০তম আন্তর্জাতিক ম‌্যাচ। আবার একই ভেন‌্যুতে এটি হবে বাংলাদেশের শুধু ১০০তম একদিনের ম‌্যাচ। অপরদিকে সাকিব আল হাসান খেলতে নামবেন তার ৪০০তম আন্তর্জাতিক ম‌্যাচ।

আজকের ম‌্যাচে আছে আরেকটি মাইলফলকও। যেটি আবার বিশ্ব ক্রিকটেও প্রথম। মুশফিকুর রহিম প্রথম ক্রিকেটার হিসেবে আজ একই ভেন‌্যুতে খেলবেন ১৫০তম আন্তর্জাতিক ম‌্যাচ। মিরপুরের অভিষেক ম‌্যাচ খেলেছিলেন সাকিব ও মুশফিক। এই দুই জন আজ খেলছেন ২০০তম ম‌্যাচও। এতো সব মাইলফলকের ম‌্যাচের স্বার্থকতা হয়ে উঠবে ম‌্যাচটি যদি জিততে পারে বাংলাদেশ। ম‌্যাজ জিততে পারলে বাংলাদেশের সিরিজেও ফেরা হবে।

রাজধানী ঢাকাতে বাংলাদেশের আন্তর্জাতিক ভেন‌্যু বলতে ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এই মাঠেই বাংলাদেশ খেলেছে তাদের অভিষেক টেস্ট। সময়ের পরিক্রমায় পরে ক্রিকেট চলে যায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। যাত্রা শুরু করে ২০০৬ সালের ৮ ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম‌্যাচ দিয়ে। ম‌্যাচটি বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে। আজ ষষ্ঠ ভেন‌্যু হিসেবে মিরপুরে বাংলাদেশ খেলবে তাদের শততম ওয়ানডে ম‌্যাচ।

এক ভেন‌্যুতে সবচেয়ে বেশি ওয়ানডে ম‌্যাচ খেলার রেকর্ড জিম্বাবুয়ের। তারা হারারে স্পোর্টস ক্লাব মাঠে এখন পর্যন্ত খেলেছে ‍ ১৪৯টি ম‌্যাচ। এরপর ১৩৫ ম‌্যাচ খেলে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া ও সিডনি ক্রিকেট গ্রাউন্ড। তিনে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। এখানে পাকিস্তান ম‌্যাচ খেলেছে ১২৬টি।

এক ভেন‌্যুতে শততম ম‌্যাচ খেলার দিক দিয়ে মিরপুর ও বাংলাদেশ ষষ্ঠ স্থানে আছে। আবার আন্তর্জাতিক ম‌্যাচ খেলার দিক দিয়েও মিরপুর আছে ষষ্ঠ স্থানে। তাদের উপরে আছে সিডনি ক্রিকেট স্টেডিয়াম ( ম‌্যাচ ২৮৯টি), মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম ( ম‌্যাচ ২৮৪টি), শারজাহ ক্রিকেট স্টেডিয়াম (ম‌্যাচ ২৮২টি), হারারে স্পোর্টস ক্লাব ( ম‌্যাচ ২৪৩টি), লর্ডস (ম‌্যাচ ২২১টি)। এরপর আজ সেখানে যোগ হয়েছে বাংলাদেশের নাম। মিরপুরে ২০০ ম‌্যাচের মাঝে সবচেয়ে বেশি হয়েছে ওয়ানডে ম‌্যাচ ১১৬টি। এরপর টি-টোয়েন্টি হয়েছে ৫৯টি। টেস্ট ম‌্যাচ হয়েছে ২৪টি।

এদিকে আজ সাকিব সাকিব আল হাসান খেলছেন তার ৪০০তম আন্তর্জাতিক ম‌্যাচ। ৪০০তম ম‌্যাচ খেলা তিনি হলেন দ্বিতীয় বাংলাদেশ ক্রিকেটার। ৪০০তম ম‌্যাচ খেলার পথে সাকিব ওয়ানডে ২২৬টি, টি-টোয়েন্টি ১০৯টি ও টেস্ট ৬৫টি খেলেছেন। বাংলাদেশের হয়ে সবার আগে এই মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম। আজকের ম‌্যাচ নিয়ে তার ম‌্যাচ খেলার সংখ‌্যা ৪২৭টি।

এমপি/এসএন

Header Ad
Header Ad

‘শুধু রণাঙ্গণের যোদ্ধারাই হবেন মুক্তিযোদ্ধা, বাকিরা মুক্তিযুদ্ধের সহযোগী’

১৯৭১-এর ‍মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। ছবি: সংগৃহীত

১৯৭১ সালে যারা রণাঙ্গণে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছেন শুধু তারাই মুক্তিযোদ্ধার মর্যাদা পাবেন। অন্যান্য যারা দেশ-বিদেশ থেকে স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করার প্রয়াসে সংগঠকের ভূমিকা পালন, বিশ্বজনমত গঠন, কূটনৈতিক সমর্থন অর্জনে কাজ করেছেন তারা হবেন ‘‘মুক্তিযুদ্ধের সহযোগী’’।

গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

তিনি বলেন, ‘বর্তমান আইনের সংজ্ঞায় সরাসরি যুদ্ধে অংশ নেননি এমন আট ধরনের ব্যক্তি ও পেশাজীবীদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, পরিবর্তন আনার জন্য ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’ সংশোধন করে অধ্যাদেশ করা হচ্ছে। ইতোমধ্যে 'জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫'র খসড়া করে এ বিষয়ে অংশীজনদের মতামতও নেওয়া হয়েছে। খসড়াটি মার্চের প্রথম সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।

সনদধারী অমুক্তিযোদ্ধাদের অপসারণের জন্য মুক্তিযোদ্ধাদের দাবি রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এজন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনে আমরা কিছু সংশোধন আনতে চাচ্ছি। বড় ধরণের সংশোধন আসবে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞার ক্ষেত্রে।’

উপদেষ্টা বলেন, ‘যারা রণাঙ্গনে সারাসরি যুদ্ধ করেছেন এবং যারা নানা আঙ্গিকে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে। বিদেশে জনমত গঠন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, প্রশাসনিক দায়িত্বে মুজিবনগরে নানান পর্যায়ে যারা কাজ করেছে সবাইকে আলাদা করা হচ্ছে। সংশোধিত আইন অনুযায়ী, সরাসরি রণাঙ্গণে সশস্ত্র যুদ্ধ করেছেন- তারা হবেন মুক্তিযোদ্ধা। আর যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন- তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী।’

তিনি বলেন, ‘ভাতা কিংবা সুযোগ সুবিধা নিয়ে কোনো আপত্তি কারো নেই। শুধু যারা রণাঙ্গণে সরাসরি যুদ্ধ করেছেন- তাদের স্ট্যাটাসটাই (উপাধি) যাতে মুক্তিযোদ্ধা থাকে।’

উপদেষ্টা বলেন, ‘বিভিন্ন মুক্তিযোদ্ধাদের সংগঠন আমার সঙ্গে কথা বলতে এসেছিল। তাদের মধ্যে প্রবল একটা আপত্তি যে, যারা রণাঙ্গণে সশস্ত্র যুদ্ধ করেছে তাদের সঙ্গে অন্যদের যাতে একই ক্যাটাগরিতে বিচার না করা হয়। আমিও তো তাদের মতো সেই রকম যোদ্ধা। আমি মনে করেছি তাদের এ দাবিটা অনেক ন্যায্য। কারণ, আমি নিরাপদে থেকে সহযোগিতা করেছি, বাংলাদেশের স্বাধীনতার জন্য নানানভাবে কাজ করেছি। এটাও কম গুরুত্বপূর্ণ কাজ নয়। তবে সেটা সেভাবেই সংজ্ঞায়িত হওয়া উচিত, সেটা সেভাবেই নির্ধারিত হওয়া উচিত।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন দেশে জীবিত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ৯১ হাজার ৯৯৮ জন। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) অনুযায়ী, এখন পর্যন্ত গেজেটভুক্ত মোট মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৪৭৬ জন।

Header Ad
Header Ad

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আয়োজনে আন্তর্জাতিক ছাত্র সম্মেলন

ছবিঃ ঢাকাপ্রকাশ

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী “ইন্টিগ্রেটিং ইন্টারডিসিপ্লিনারিটি ইনটু ইংলিশ স্টাডিজ” শীর্ষক আন্তর্জাতিক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনলাইনে আয়োজিত এই সম্মেলনে দেশি-বিদেশি প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সম্মেলনের ১৩টি অধিবেশনে গবেষণাভিত্তিক আলোচনা ও উপস্থাপনা অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. তানিয়া হোসেন, সহকারী ডিন, ওয়াসেদা ইউনিভার্সিটি, জাপান। তিনি শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী হতে উৎসাহিত করেন এবং ইংরেজি অধ্যয়নকে বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলন উদ্বোধন করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফেরোজ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মনিরুজ্জামান, রেজিস্ট্রার মোহাম্মদ আবদুল মতিন এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সম্মেলনের আহ্বায়ক প্রফেসর ড. সায়মা আরজু। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদরা বিভিন্ন সেশনের সভাপতিত্ব করেন এবং আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণামূলক চিন্তাধারার বিকাশে ভূমিকা রাখেন।

এই সম্মেলন ইংরেজি অধ্যয়নের পাশাপাশি বহুমুখী জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরতে শিক্ষার্থীদের জন্য একটি অনন্য সুযোগ তৈরি করেছে।

Header Ad
Header Ad

৬ মাসে যেভাবে অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাকল: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ছয় মাসে যেভাবে বাংলাদেশের অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাকল। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগে দেশের অর্থনীতি এমন জায়গায় পৌঁছেছিল, সেটা যেকোনো সময় ফল করত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত ‘ডিজেএফবি টক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, প্রচুর নতুন ফ্যাক্টরি হচ্ছে, এক্সপোর্টের গ্রোথ হচ্ছে, রেমিট্যান্স বাড়ছে। আগামী দিনগুলোতে বাংলাদেশ গ্লোবাল ইকোনমিতে টপ পারফরমার হবে; অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কনফিডেন্ট।

তিনি জানান, আমাদের পুরো ইকোনমিক সিস্টেমটাই দুর্নীতিগ্রস্ত। মডেল মসজিদ নির্মাণেও ব্যপক অনিয়ম হয়েছে। বিগত সরকারের আমলে নেওয়া বিভিন্ন অপরিকল্পিত প্রকল্প পরিচালনা করতে সরকার এখন ভ্যাট-ট্যাক্স বাড়াতে বাধ্য হচ্ছে।

তিনি বলেন, এনার্জি খাতে ডিসিপ্লিন ফিরিয়ে আনা দরকার। স্টেট স্পন্সরশিপ করে ডাকাতি হয়েছে এ খাতে। বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য কাজ করছি। বড় বড় পাওয়ার কোম্পানির সঙ্গে কথা হচ্ছে। আমরা গ্যাসের জন্য প্রচুর পরিমাণে কূপ খনন করতে চাই।

শফিকুল আলম বলেন, ব্যাংকের টাকা চুরি হয়েছে। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের নিজের জন্য টানেল হয়েছে। দেশের অর্থনীতি কলাপস হওয়ার মতো অবস্থায় ছিল, ছয় মাসে ইকোনমি যে অবস্থায় কামব্যাক করেছে তা মিরাকল। আমরা এমন এক ইকোনমিক ব্যবস্থা পেয়েছিলাম যেখানে জমিদারের মতো হাতে কিছু টাকা পেয়েছি তা বাজে কাজে ব্যবহার হয়েছে। অপচয়কে ট্যাকেল দিতে ট্যাক্স বাড়ানো হয়েছে। বাজেটের বড় অংশ বৈদেশিক ঋণ পরিশোধে যাচ্ছে।

আগের সরকার থাকলে এতো দিনে কেউ ব্যাংকে টাকা রাখতো না মন্তব্য করে প্রেস সচিব বলেন, ইসলামী ব্যাংকসহ অনেক ব্যাংক এখন ভালো অবস্থানে যাচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

‘শুধু রণাঙ্গণের যোদ্ধারাই হবেন মুক্তিযোদ্ধা, বাকিরা মুক্তিযুদ্ধের সহযোগী’
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আয়োজনে আন্তর্জাতিক ছাত্র সম্মেলন
৬ মাসে যেভাবে অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাকল: প্রেস সচিব
নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম
টাঙ্গাইলে শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতি, বাঁধা দেওয়ায় শিক্ষকসহ দুইজনকে মারধর
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিতে সম্মত ইউক্রেন  
ছোট অপরাধ বাড়লেও কমেছে বড় অপরাধ: আসিফ মাহমুদ  
নায়িকার মামলায় জাজের আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা  
মধুর ক্যান্টিনে বিকেলে যাত্রা শুরু করবে সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠন
১৩ মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব  
গোল উৎসবে নিষ্প্রাণ বার্সার রক্ষণ, সেমিফাইনালের প্রথম লেগ ড্র
ইসরায়েলি কারাগারে কমপক্ষে ৫৯ ফিলিস্তিনি বন্দির মৃত্যু  
পল্টনের জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে  
ভোরে হঠাৎ পুলিশের টহল কার্যক্রম পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা  
কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী নিহত
নওগাঁয় যৌথ বাহিনীর টহল সন্দেহ হলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ
সরকারের কারও কারও বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে: তারেক রহমান
বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আটক ৪
জুলাইয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান
টাঙ্গাইল পৌরসভায় দুদকের অভিযান