এক ম্যাচে এতো মাইলফলক!
ক্রিকেট খেলায় ১০০, ২০০, ৩০০ এমনকি ৪০০ সংখ্যাগুলো বিশেষ গুরুত্ব বহন করে। তা যেমন ব্যক্তিগতভাবে, তেমনি বস্তুগতভাবেও। ১০০ একজন ব্যাটসম্যানের আরাধ্য সেঞ্চুরি। বোলারের জন্য বহুল কাঙ্ক্ষিত মাইলফলক। তেমনি একটি ভেন্যুর জন্যও বিশেষ মাইলফলক। এটি একেক সময় একেকজন স্পর্শ করে থাকেন। কিন্তু কাকতলীয়ভাবে আজ বাংলাদেশ-ইংল্যান্ডের দ্বিতীয় একদিনের ম্যাচে টস হওয়ার পরপরই এক সঙ্গে কয়েকটি মাইলফলক হয়ে গেছে। আজ মিরপুরে বাংলাদেশ খেলবে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। আবার একই ভেন্যুতে এটি হবে বাংলাদেশের শুধু ১০০তম একদিনের ম্যাচ। অপরদিকে সাকিব আল হাসান খেলতে নামবেন তার ৪০০তম আন্তর্জাতিক ম্যাচ।
আজকের ম্যাচে আছে আরেকটি মাইলফলকও। যেটি আবার বিশ্ব ক্রিকটেও প্রথম। মুশফিকুর রহিম প্রথম ক্রিকেটার হিসেবে আজ একই ভেন্যুতে খেলবেন ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ। মিরপুরের অভিষেক ম্যাচ খেলেছিলেন সাকিব ও মুশফিক। এই দুই জন আজ খেলছেন ২০০তম ম্যাচও। এতো সব মাইলফলকের ম্যাচের স্বার্থকতা হয়ে উঠবে ম্যাচটি যদি জিততে পারে বাংলাদেশ। ম্যাজ জিততে পারলে বাংলাদেশের সিরিজেও ফেরা হবে।
রাজধানী ঢাকাতে বাংলাদেশের আন্তর্জাতিক ভেন্যু বলতে ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এই মাঠেই বাংলাদেশ খেলেছে তাদের অভিষেক টেস্ট। সময়ের পরিক্রমায় পরে ক্রিকেট চলে যায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। যাত্রা শুরু করে ২০০৬ সালের ৮ ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে। ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে। আজ ষষ্ঠ ভেন্যু হিসেবে মিরপুরে বাংলাদেশ খেলবে তাদের শততম ওয়ানডে ম্যাচ।
এক ভেন্যুতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড জিম্বাবুয়ের। তারা হারারে স্পোর্টস ক্লাব মাঠে এখন পর্যন্ত খেলেছে ১৪৯টি ম্যাচ। এরপর ১৩৫ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া ও সিডনি ক্রিকেট গ্রাউন্ড। তিনে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। এখানে পাকিস্তান ম্যাচ খেলেছে ১২৬টি।
এক ভেন্যুতে শততম ম্যাচ খেলার দিক দিয়ে মিরপুর ও বাংলাদেশ ষষ্ঠ স্থানে আছে। আবার আন্তর্জাতিক ম্যাচ খেলার দিক দিয়েও মিরপুর আছে ষষ্ঠ স্থানে। তাদের উপরে আছে সিডনি ক্রিকেট স্টেডিয়াম ( ম্যাচ ২৮৯টি), মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম ( ম্যাচ ২৮৪টি), শারজাহ ক্রিকেট স্টেডিয়াম (ম্যাচ ২৮২টি), হারারে স্পোর্টস ক্লাব ( ম্যাচ ২৪৩টি), লর্ডস (ম্যাচ ২২১টি)। এরপর আজ সেখানে যোগ হয়েছে বাংলাদেশের নাম। মিরপুরে ২০০ ম্যাচের মাঝে সবচেয়ে বেশি হয়েছে ওয়ানডে ম্যাচ ১১৬টি। এরপর টি-টোয়েন্টি হয়েছে ৫৯টি। টেস্ট ম্যাচ হয়েছে ২৪টি।
এদিকে আজ সাকিব সাকিব আল হাসান খেলছেন তার ৪০০তম আন্তর্জাতিক ম্যাচ। ৪০০তম ম্যাচ খেলা তিনি হলেন দ্বিতীয় বাংলাদেশ ক্রিকেটার। ৪০০তম ম্যাচ খেলার পথে সাকিব ওয়ানডে ২২৬টি, টি-টোয়েন্টি ১০৯টি ও টেস্ট ৬৫টি খেলেছেন। বাংলাদেশের হয়ে সবার আগে এই মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম। আজকের ম্যাচ নিয়ে তার ম্যাচ খেলার সংখ্যা ৪২৭টি।
এমপি/এসএন