সিরিজে টিকে থাকতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ২০৯ রান করেও সহজে হাল ছাড়েনি। লড়াই করে জয়ের সম্ভাবনা তৈরি করে তবেই হারে ৩ উইকেটে। অথচ এবারের সিরিজে বাংলাদেশ স্বপ্নের জাল বুনন করেছিল নিউ জিল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, উইন্ডজের মতো সিরিজ জেতা। প্রথম ম্যাচ হেরে যাওয়াতে বাংলাদেশ আছে বেকায়দায়। সিরিজ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজ জয়ের বিকল্প নেই। স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ টস জিতে আজ আর ব্যাটিং আগে নেয়নি। বেছে নিয়েছে বোলিং।
বাংলাদেশ সেরা একাদশে কোনো পরিবর্তন আনেনি। কিন্তু ইংল্যান্ড প্রথম ম্যাচ জেতার পরও আজ তাদের সেরা একাদশে দুইটি পরিবর্তন এনেছে ক্রস ওকস ও জোফরা আর্চারকে বাদ দিয়ে সেরা একাদশে নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় স্যাম কুরান ও সাকিব মাহমুদকে।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসের শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ. আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।
ইংল্যান্ড একাদশ
জস বাটলার (অধিনায়ক), জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, উইল জ্যাকস, মঈন আলী,স্যাম কুরান, আদিল রশিদ, সাকিব মাহমুদ, মার্ক উড।
এমপি/এসএন