বাংলাদেশের সিরিজে ফেরা, না সিরিজে হারা!
যখনই কোনো দ্বি-পাক্ষিক সিরিজ হয়, শুরু হওয়ার আগে থেকেই একটা সাজ সাজ রব থাকে। সফরকারী দল আসার পর তাদের নিরাপত্তাসহ সিরিজ নিয়ে রব আরও বেড়ে যায়। এই রব সিরিজ না হওয়া পর্যন্ত থাকে। কিন্তু আজ মিরপুরের চিত্র ছিল ভিন্ন। সফরকারি ও স্বাগতিক কোনো দলই আজ মিরপুরমুখী হয়নি। এদিকে আবার মিডিয়া সেন্টারও বন্ধ ছিল রক্ষাণাবেক্ষণের জন্য। সব মিলিয়ে মিরপুরের পরিবেশে আজ ছিল না সিরিজের আবহ!
সিরিজের আবহ থাক, বা না থাক আজ শুক্রবার দুই দলই ভিন্ন ভিন্ন দৃষ্টিকোন থেকে মুখোমুখি হবে পরস্পরের বিপক্ষে। ইংল্যান্ডের লক্ষ্য সিরিজ জয়, বাংলাদেশের লক্ষ্য সিরিজে টিকে থাকা। প্রথম ম্যাচ ইংল্যান্ড ৩ উইকেটে জিতে এগিয়ে আছে। শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ মার্চ চট্টগ্রামে। ইংল্যান্ড আজ জিতলে শেষ ম্যাচ হয়ে যাবে অনুষ্ঠানিকতার। বাংলাদেশ জিতলে হয়ে উঠবে অলিখিত ফাইনাল।
ঘরের মাঠে ‘বাঘ’ হয়ে উঠা বাংলাদেশ এবার টার্গেট ঠিক করেছিল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের। কিন্তু প্রথম ম্যাচ হেরে তারা সে স্বপ্ন পূরণের পথে বিরাট হোচট খেয়েছে। কিন্তু সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তার জন্য জিততে হবে আজকেরটিসহ শেষ ম্যাচও। কিন্তু কাজটি হয়ে উঠেছে কঠিন।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের দারুণ স্মৃতি নিয়ে বাংলাদেশ নেমেছিল ইংল্যান্ড ‘বধ’ মিশনে। টস জিতে ব্যাট করতে নামার পর দারুণ সূচনা করেও তাল মিলিয়ে চলতে পারেনি। মাত্র ২০৯ রানে অলআউট হয়ে যায়। তবে এই রান করেও বাংলাদেশ সহজে হাল ছাড়েনি। লড়াই করে ইংল্যান্ডের তুলে নিয়েছিল ৭ উইকেট। ওভার বাকি ছিল ৮টি। এক প্রান্তে ডেভিড মালান ‘দালান’ হয়ে উঠলে তাকে আর আউট করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তিনি ১১৪ রান করে অপরাজিত থাকেন। তাকে যদি আউট করা সম্ভব হতো তাহলে ম্যাচের চিত্রনাট্য ভিন্ন হতে পারত?
ম্যাচ হারের পর দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন ৩০/৩৫ রান কম হয়েছে। সিরিজে ফিরতে হলে এই ৩০/৩৫ রানের ঘাটতি পূরণ করে বড় সংগ্রহ দাঁড় করাতে হবে ব্যাটসম্যানদের। নাজমুল ছাড়া ম্যাচে আর রান করতে পেরেছিলেন মাহমুদউল্লাহ (৩১), তামিম ইকবাল (২৩)।
২০৯ রান নিয়েও বোলাররা যে রকম লড়াই করেছিলেন, তাতে করে আজ যদি ব্যাটসম্যানরা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, তাহলে বাংলাদেশের সিরিজে ফেরা সম্ভব হতে পারে।
এমপি/এসএন