হঠাৎ ওয়ানডে দলে শামীম পাটোয়ারী
বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচের পর নির্বাচকরা টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের যে দল ঘোষণা করেন, সেখানে শামীম হোসেন পাটোয়ারীর জন্য ছিল সুখবর। ২০২১ সালের পর আবার ফিরেছেন জাতীয় দলে। ২৪ ঘণ্টা পার না হতেই তার সে সুখবরে যোগ হয়েছে বোনাস আনন্দ। এবার তিনি ডাক পেয়েছেন একই সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের জন্য। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ২টি ম্যাচের জন্য নির্বাচকরা যে দল ঘোষণা করেছিলেন তা ছিল ১৪ জনের। শামীমকে নিয়ে হয়েছে ১৫ জনের।
শামীমকে দলে নেওয়া হয়েছে মূলত ব্যাকআপ হিসেবে। দলে দুই-একজন ক্রিকেটারের হালকা ইনজুরি আছে। কিন্তু তা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তাই তাকে ব্যাকআপ হিসেবে নেওয়া। নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার সুমন ঢাকাপ্রকাশ-কে বলেন, আমরা ১৪ জনের দল দিয়েছিলাম। ব্যাকআপ হিসেবে শামীমকে নেওয়া হয়েছে। অন্য কোনো কারণ নেই। দলে দুই-একজনের হালকা ইনজুরি আছে। কিন্তু তারা রোলড আউট হওয়ার মতো নয়।
শামীম হোসেন পাটোয়ারী এখন পর্যন্ত শুধু টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২১ সালের ২৩ জুলাই হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকর পর সেই বছরই ২২ নভেম্বর মিরপুরে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন শেষ ম্যাচ।
যে সম্ভাবনা নিয়ে তাকে জাতীয় দলে নেওয়া হয়েছিল, সুযোগ পাওয়ার পর তিনি সে আশা পূরণ করতে পারেননি। ১০ ম্যাচ খেলে রান করেছিলেন মাত্র ১২৪। সর্বোচ্চ রান করেছিলেন অপরাজিত ৩১।
এমপি/এসজি