লম্বা পরিকল্পনা থেকেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল
ফাইল ছবি
বুধবার (১ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি মেইল আসে। সেখানে বিষয়বস্তু ছিল ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশ দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ টেস্ট ও ওয়ানডে ম্যাচ খেললেও টি-টোয়েন্টি খেলা হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজই হবে প্রথম। ইংল্যান্ড এই আসরের সর্বশেষ রাজা।
১৫ সদস্যের ঘোষিত দলে দেখা যায় ব্যাপক পরিবর্তনের ছড়াছড়ি। বিশ্বকাপের দলের ৫ জনই নেই। সেখানে নতুন করে সুযোগ পেয়েছেন ৩ জন। তারা হলেন- রেজাউর রহমান রাজা, তৌহিদ হৃদয় ও তানভীর ইসলাম। আবার দলে ফিরেছেন রনি তালুকদার ও শামীম হোসেন পাটোয়ারী।
সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দল ঘোষণা করায় প্রধান নির্বাচক কিংবা নির্বাচক কমিটির অন্য দুই সদস্য কারও বক্তব্যই ছিল না। আজ (২ মার্চ) সেখানে দল নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। যেখানে তিনি জানিয়েছেন আগামী এক বছরের পরিকল্পনা মাথায় রেখেই তারা দল ঘোষণা করেছেন। তাদের এই এক বছরের পরিকল্পনায় থাকবেন ২২ থেকে ২৪ জন ক্রিকেটার।
উল্লেখ্য, আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টেয়েন্টি বিশ্বকাপ।
ইংল্যান্ডের বিপক্ষে দল নিয়ে প্রধান নির্বাচক বলেন, ওভারঅল বিশ্বকাপের পর আমরা প্রথম টি-টোয়েন্টি খেলছি। তো আমাদের একটা বিষয় মাথায় ছিল বিপিএলের কারেন্ট ফর্ম। যারা ভালো করেছে। এটা মাথায় রেখে আমরা এগিয়েছি। আরেকটা বিষয় আমরা হাতে নিয়েছি আগামী এক বছরের জন্য কিছু খেলোয়াড়কে দলভুক্ত করতে চাই, যেটা ২২ জন হতে পারে আবার ২৪ জন হতে পারে। এদেরকে নিয়ে আগামী এক বছর আমরা একটা প্ল্যানিংয়ের মধ্যে যাচ্ছি। সেই হিসেবে আমরা এই সিরিজ শুরু করেছি।
এমপি/এসজি