হারের পর তামিমদের ড্রেসিংরুমে বিসিবি সভাপতি
ইংল্যান্ডের কাছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেট হেরেছে বাংলাদেশ দল। ম্যাচশেষে পুরস্কার বিতরণী শেষ। দুই দলের খেলোয়াড়রা ফিরে গেছেন যার যার ড্রেসিংরুমে। মাঠে দাঁড়িয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিক্ষিপ্তভাবে বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে কথা বললেন।
এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে স্টেডিয়ামের বাইরের দিকে না গিয়ে সোজা বাংলাদেশ দলের ড্রেসিংরুমের দিকে হাঁটা শুরু করলেন পাপন। যাওয়ার পথে তিনি বিসিবির দুই পরিচালক মাহবুব আনাম ও জালাল ইউনুসকে (ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান) সঙ্গে যাওয়ার জন্য ডাক দেন। সঙ্গী হন জালাল ইউনস। মাহবুব আনাম অন্য দুই পরিচালক ইফতেখার রহমান মিঠু ও ডা. ইসমাইল হায়দার মল্লিকের সঙ্গে অন্য একটি গেট দিয়ে বের হয়ে যান আরেকটি কাজ সারতে।
এদিকে নাজমুল হাসান পাপন ও জালাল ইউনুস সোজা গিয়ে ডুকেন বাংলাদেশ দলের ড্রেসিংরুমে। সেখানে গিয়ে তিনি বসেন অধিনায়ক তামিম ইকবাল ও কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। সেখানে চারজন বসে বৈঠক করেন। সেরে নেন কিছু কথা। পরে এসে যোগ দেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তাদের এই বৈঠক খুব বেশি সময় স্থায়ী ছিল না। কয়েক মিনিট কথা বলে শেষ করেন বৈঠক।
কী কথা হয়েছে তাদের মাঝে? একটি সূত্রে জানা গেছে, বৈঠকে বিসিবি সভাপতি ২০৯ রান করে লড়াই করার জন্য বাহবা দেন। কিছু রান বেশি করতে পারলে এই ম্যাচ জেতা সম্ভব হতো বলে জানান তিনি। সাকিব-তামিম দ্বন্দ্বের বিষয়টি মাথায় না রেখে যেভাবে সবাই লড়াই করেছে এভাবে খেলতে পারলে পরবর্তী ম্যাচগুলো জেতা সম্ভব বলে তিনি কোচ ও অধিনায়ককে অনুপ্রাণিত করেন।
এমপি/এসজি