বিপিএলে ভালো করার পুরস্কার পেলেন ৫ জন
বিপিএলে ভালো খেলার পুরস্কার পেলেন তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, রনি তালুকদার, রেজাউর রহমান রাজা ও শামীম হোসেন পাটোয়ারি। এই পাঁচজনই ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ডাক পেয়েছেন। এদের জায়গা করে দিতে বাদ পড়েছেন এবাদত হোসেন, সৌম্য সরকার, ইয়াসির আলী, শরিফুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন সৈকত।
বুধবার (১ মার্চ) ১৫ সদস্যের দল ঘোষণা করেন নির্বাচকরা।
বিপিএলে ভালো করার পুরস্কার তৌহিদ হৃদয় অবশ্য আগেই পেয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়ে। নতুন করে ডাক পেয়েছেন তানভীর ইসলাম ও রেজাউর রহমান রাজা। শামীম পাটোয়ারি ও রনি তালুকদার আবার ফিরেছেন জাতীয় দলে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৯ মার্চ। চট্টগ্রামে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরের দুই ম্যাচ ঢাকায় ১২ ও ১৪ মার্চ।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীন ইসলাম।
এমপি/এসজি