বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৩ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

আশা জাগিয়েও হার এড়াতে পারল না বাংলাদেশ

পুঁজি মাত্র ২০৯ রান। হাল জমানার ওয়ানডে ক্রিকেটে এই রান মোটেই নিরাপদ নয়। বলা যায় হারকে মেনে নিয়েই বোলিং করতে নামা। তারপরও যদি বল হাতে বোলাররা অবিশ্বাস‌্য ভালো কিছু করতে পারেন, সে ক্ষেত্রে চিত্রনাট‌্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। বাংলাদেশের বোলাররা সেই চিত্রনা‌ট‌্য বদল করতে পারেননি। কিন্তু সহজে জিততে দেয়নি ইংল‌্যান্ডকে।

আসলে চিত্রনাট‌্য বদল করতে দেননি ডেভিড মালান। এক প্রান্তে বাংলাদেশের বোলাররা উইকেট নেওয়ার মিছিলে শামিল হলেও অপরপ্রান্তে মালানকে আর আউট করতে পারেননি। ফলে ম‌্যাচও জেতা হয়নি। তাদের অসাধারণ বোলিংয়ে কয়েকবার ম‌্যাচের বাঁক বদল হয়েছে। তবে শেষ পর্যন্ত ইংল‌্যান্ড জিতলেও তাদের টেনশনের পারদ বাড়িয়ে দিয়ে তবেই জয় পেতে হয়েছে ৩ উইকেটে।

বাংলাদেশের ২০৯ রানের মামুলি সংগ্রহ তাড়া করতে নেমে ইংল‌্যান্ডকে হারাতে হয়েছে ৭ উইকেট। ওভার খেলতে হয়েছে ৪৮.৪টি। মালান শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১৪ রান করে।

বাংলাদেশের ঝড়ো সূচনার পরও ইনিংস ২০৯ রানে আটকে যায়। পুরো ৫০ ওভারও খেলা সম্ভব হয়নি, তখনই কিছুটা বোঝা গিয়েছিল পিচ তার চরিত্র বদল করেছে। ইংল‌্যান্ডের ইনিংসের শুরুতে সেই বদলে যাওয়া চিত্রটি বেশ ভালোভাবেই ফুটে উঠে।

বদলে যাওয়া পিচের সুবিধা নিতে অধিনায়ক তামিম ইকবাল স্পিন দিয়ে আক্রমণ শুরু করেন। তার ফায়দাও তুলে নেন প্রথম ওভারেই জেসন রয় ফিরে গেলে। সাকিবের বলে মিড অনে তার সহজ ক‌্যাচ ধরেন তামিম।

এমনিতে উইকেট পেলে গ‌্যালারিতে উল্লাসের জোয়ার বয়ে যায়। সেই উইকেট ছিল আবার ইনিংসের শুরুতে। টার্গেট আবার যেখানে কম। জয় পেতে হলে বা লড়াই করতে হলে শুরুতে এরকম একটি ধাক্কা দেওয়ার ভীষণ প্রয়োজন ছিল। তাই সাফল‌্য আসায় দর্শকদের উল্লাসের মাত্রা ছিল একটু বেশি। এই বেশির কারণ ছিল কিন্তু আরেকটি। আর তা হলো সাকিবের বলে তামিমের ক‌্যাচ ধরা। বাংলাদেশ এই ম‌্যাচ খেলতে নেমেছিল বিসিবি সভাপতি কর্তৃক সাকিব-তামিম দ্বন্দ্ব প্রকাশ করার মাথাভারী দায় নিয়ে। এসময় অনেকেই ঠাট্টা করে বলাবলি করছিলেন এই ক‌্যাচতো তামিমের ধরার কথা নয়!

অপরপ্রান্তে তাসকিন উইকেট না পেলেও উইকেটে ব‌্যাটারদের আটকে রাখতে পেরেছিলেন। ৬ ওভার পর দুই প্রান্ত দিয়েই তামিম স্পিন আক্রমণ শুরু করেন। একপ্রান্তে তাইজুল, অপরপ্রান্তে মিরাজ। মিরাজ রান চেক দিতে পারলেও তাইজুল পারছিলেন না। কিন্তু তিনি কাজের কাজটি করেন তার ৫ ওভারের প্রথম স্পেলে ২ উইকেট তুলে নিয়ে। ৩০ রান দিয়ে তিনি একে একে আউট করেন ফিল সল্ট ও ভিন্সকে। সল্টকে (১২) নোনা স্বাদ দেন বোল্ড করে। ভিন্সকে (৬) স্টাম্পিং করেন মুশফিকুর রহিম। ইংল‌্যান্ডের রান ১২.৩ ওভারে ৩ উইকেটে ৪৫।

৩ ওভারের প্রথম স্পেলে মাত্র ৬ রান দিয়ে উইকেটশূন্য থাকা তাসকিন দ্বিতীয় স্পেলে এসেই প্রথম বলে অধিনায়ক জস বাটলারকে (৯) ফিরিয়ে দিয়ে খেলায় বাংলাদেশকে শক্তভাবে ফিরিয়ে আনেন। তাসকিনের গতিতে পরাস্ত হয়ে প্রথম স্লিপে ক‌্যাচ দেন নাজমুল হোসেন শান্তকে। ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে ইংল‌্যান্ড তখন বেশ চাপে।

ডেভিড মালান ও উইল জ‌্যাকস জুটি বেঁধে দলকে চাপমুক্ত করার চেষ্টা চালান। এসময় তারা সাকিব, তাইজুল, তাসকিন, মিরাজের বল মোকাবিলা করে উইকেট পড়তে দেননি। জুটি টিকে যাওয়ায় তামিম ২১তম ওভারে আক্রমণে নিয়ে আসেন মোস্তাফিজকে। প্রথম ওভারেই তিনি উইকেট পেয়ে যেতে পারতেন। কিন্তু উইল জ‌্যাকসের কঠিন ক‌্যাচ নিজে আর তালুবন্দী করতে পারেননি। জীবন পেয়ে উইল জ‌্যাকস এগোতে থাকেন মালানের সঙ্গে। জুটিও অনেকটা দাঁড়িয়ে যায়। ক্রমেই যখন বাংলাদেশের জন‌্য হুমকির কারণ হয়ে উঠছেন, তখনই আঘাত হানেন মিরাজ। দ্বিতীয় স্পেলে বল হাতে নিয়েই চতুর্থ বলে তিনি ফিরিয়ে দেন ৩১ বলে ১ ছক্কা ও ৩ চারে ২৬ রান করা উইল জ‌্যাকসকে। ছক্কা মারতে গিয়ে তিনি মিড উইকেটে আফিফের হাতে ধরা পড়েন।

জ‌্যাকস ফিরে যাওয়ার পর মঈন আলীকে নিয়ে মালান আবারও দাঁড়িয়ে যান। অবস্থা ভালো করে দলকে জয়ের রাস্তা তৈরি করে দেওয়ার মতো রান (৩৮) যোগ করেন তারা। মিরাজ অসাধারণ এক ডেলিভারিতে মঈন আলীর (৩২ বলে ১৪ রান) স্টাম্প ভেঙে দেন। কিছুক্ষণ পর তাইজুল তার তৃতীয় শিকার ধরেন মিড অন থেকে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে তামিম ইকবাল ক্রিস ওকসের ক‌্যাচ ধরলে (৭)। এসময় দলের রান ছিল ৩৮.৫ ওভারে ৭ উইকেটে ১৬১। খেলায় আবার ফিরে আসে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের জন‌্য পথের কাঁটা হয়ে ছিলেন ডেভিড মালান। এক প্রান্তে উইকেট পড়ছে, আর অপরপ্রান্তে তিনি ছোট ছোট জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যেতে থাকেন। আদিল রশিদকে নিয়ে জুটি গড়ার পর আর কোনো উইকেট পড়তে দেননি।

এই দুই ব‌্যাটার যখন জুটি বাঁধেন, তখন ইংল‌্যান্ডের জয়ের জন‌্য প্রয়োজন ছিল ১১.১ ওভারে ৪৯ রানের। দুইজন সেই কাজটি করেন ১০ বল হাতে রেখেই। ২ ছক্কা ও ১ চারে ৯২ বলে মালান প্রথমে তুলে নেন ক‌্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি। তাসকিনের বলে বাউন্ডারি মেরে ১৩৪ বলে ৪ ছক্কা ও ৬ চারে পূর্ণ করেন চতুর্থ সেঞ্চুরি। শেষ পর্যন্ত আর তাকে আউটই করা সম্ভব হয়নি। ১৪৫ বলে ৪ ছক্কা ও ও দ্বিগুণ চারে ১১৪ রান করে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম‌্যাচে তিনি করেছিলেন ১১৮ রান। তার সঙ্গে আদিল রশিদ অপরাজিত থাকেন ২৯ বলে ১ চারে ১৭ রান করে।

সেরা একাদশে ফিরেই তাইজুল ১০ ওভারে ৫৪ রান দিয়ে নেন ৩ উইকটে। মিরাজ ১০ ওভারে ৩৫ রানে নেন ২ উইকেট। তাসকিন ২৬ ও সাকিব ৪৫ রানে ১টি করে উইকেট নেন।

এমপি/এসজি

Header Ad
Header Ad

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আয়োজনে আন্তর্জাতিক ছাত্র সম্মেলন

ছবিঃ ঢাকাপ্রকাশ

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী “ইন্টিগ্রেটিং ইন্টারডিসিপ্লিনারিটি ইনটু ইংলিশ স্টাডিজ” শীর্ষক আন্তর্জাতিক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনলাইনে আয়োজিত এই সম্মেলনে দেশি-বিদেশি প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সম্মেলনের ১৩টি অধিবেশনে গবেষণাভিত্তিক আলোচনা ও উপস্থাপনা অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. তানিয়া হোসেন, সহকারী ডিন, ওয়াসেদা ইউনিভার্সিটি, জাপান। তিনি শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী হতে উৎসাহিত করেন এবং ইংরেজি অধ্যয়নকে বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলন উদ্বোধন করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফেরোজ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মনিরুজ্জামান, রেজিস্ট্রার মোহাম্মদ আবদুল মতিন এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সম্মেলনের আহ্বায়ক প্রফেসর ড. সায়মা আরজু। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদরা বিভিন্ন সেশনের সভাপতিত্ব করেন এবং আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণামূলক চিন্তাধারার বিকাশে ভূমিকা রাখেন।

এই সম্মেলন ইংরেজি অধ্যয়নের পাশাপাশি বহুমুখী জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরতে শিক্ষার্থীদের জন্য একটি অনন্য সুযোগ তৈরি করেছে।

Header Ad
Header Ad

৬ মাসে যেভাবে অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাকল: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ছয় মাসে যেভাবে বাংলাদেশের অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাকল। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগে দেশের অর্থনীতি এমন জায়গায় পৌঁছেছিল, সেটা যেকোনো সময় ফল করত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) আয়োজিত ‘ডিজেএফবি টক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, প্রচুর নতুন ফ্যাক্টরি হচ্ছে, এক্সপোর্টের গ্রোথ হচ্ছে, রেমিট্যান্স বাড়ছে। আগামী দিনগুলোতে বাংলাদেশ গ্লোবাল ইকোনমিতে টপ পারফরমার হবে; অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কনফিডেন্ট।

তিনি জানান, আমাদের পুরো ইকোনমিক সিস্টেমটাই দুর্নীতিগ্রস্ত। মডেল মসজিদ নির্মাণেও ব্যপক অনিয়ম হয়েছে। বিগত সরকারের আমলে নেওয়া বিভিন্ন অপরিকল্পিত প্রকল্প পরিচালনা করতে সরকার এখন ভ্যাট-ট্যাক্স বাড়াতে বাধ্য হচ্ছে।

তিনি বলেন, এনার্জি খাতে ডিসিপ্লিন ফিরিয়ে আনা দরকার। স্টেট স্পন্সরশিপ করে ডাকাতি হয়েছে এ খাতে। বিদ্যুৎ খাতে স্থায়ী সমাধানের জন্য কাজ করছি। বড় বড় পাওয়ার কোম্পানির সঙ্গে কথা হচ্ছে। আমরা গ্যাসের জন্য প্রচুর পরিমাণে কূপ খনন করতে চাই।

শফিকুল আলম বলেন, ব্যাংকের টাকা চুরি হয়েছে। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের নিজের জন্য টানেল হয়েছে। দেশের অর্থনীতি কলাপস হওয়ার মতো অবস্থায় ছিল, ছয় মাসে ইকোনমি যে অবস্থায় কামব্যাক করেছে তা মিরাকল। আমরা এমন এক ইকোনমিক ব্যবস্থা পেয়েছিলাম যেখানে জমিদারের মতো হাতে কিছু টাকা পেয়েছি তা বাজে কাজে ব্যবহার হয়েছে। অপচয়কে ট্যাকেল দিতে ট্যাক্স বাড়ানো হয়েছে। বাজেটের বড় অংশ বৈদেশিক ঋণ পরিশোধে যাচ্ছে।

আগের সরকার থাকলে এতো দিনে কেউ ব্যাংকে টাকা রাখতো না মন্তব্য করে প্রেস সচিব বলেন, ইসলামী ব্যাংকসহ অনেক ব্যাংক এখন ভালো অবস্থানে যাচ্ছে।

Header Ad
Header Ad

নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম

মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম। মঙ্গলবার মো. নাহিদ ইসলাম এই পদ থেকে পদত্যাগ করায় মাহফুজ আলম তার স্থলাভিষিক্ত হচ্ছেন।

বিষয়টি মোটামুটি চূড়ান্ত। শিগগিরই এ ব্যাপারে প্রজ্ঞাপন দেওয়া হবে। মঙ্গলবার সরকারের একটি সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে।

তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. নাহিদ ইসলাম মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগের পর এ দুই মন্ত্রণালয়ের বিষয়টি আলোচনা আসে।

সূত্র জানায়, নতুন রাজনৈতিক দল গঠনের কারণে নাহিদ ইসলামের পদত্যাগ জরুরি ছিল। ফলে পরবর্তী তথ্য উপদেষ্টা কে হচ্ছেন, তা আলোচনায় আসে। এক্ষেত্রে প্রধান উপদেষ্টার বর্তমান প্রেস সচিব শফিকুল আলমের নাম সবার আগে আলোচনায় আসে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় শেষ মুহূর্তে প্রধান উপদেষ্টা তাকে ছাড়তে চাননি। এ কারণে সম্প্রতি শফিকুল আলমকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিবের মর্যাদা দেওয়া হয়। এরপর তথ্য উপদেষ্টা হিসাবে মাহফুজ আলমের নাম চূড়ান্ত করেন প্রধান উপদেষ্টা।

জানা যায়, মাহফুজ আলম ১০ নভেম্বর উপদেষ্টা হিসাবে শপথ নেন। তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করেছেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পতিত হাসিনা সরকারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাহফুজ আলম। যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তাকে এই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসাবে পরিচয় করিয়ে দেন। তিনি গণ-অভু্যত্থানপরবর্তী ছাত্র, নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষায় লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আয়োজনে আন্তর্জাতিক ছাত্র সম্মেলন
৬ মাসে যেভাবে অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাকল: প্রেস সচিব
নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম
টাঙ্গাইলে শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতি, বাঁধা দেওয়ায় শিক্ষকসহ দুইজনকে মারধর
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিতে সম্মত ইউক্রেন  
ছোট অপরাধ বাড়লেও কমেছে বড় অপরাধ: আসিফ মাহমুদ  
নায়িকার মামলায় জাজের আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা  
মধুর ক্যান্টিনে বিকেলে যাত্রা শুরু করবে সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠন
১৩ মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব  
গোল উৎসবে নিষ্প্রাণ বার্সার রক্ষণ, সেমিফাইনালের প্রথম লেগ ড্র
ইসরায়েলি কারাগারে কমপক্ষে ৫৯ ফিলিস্তিনি বন্দির মৃত্যু  
পল্টনের জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে  
ভোরে হঠাৎ পুলিশের টহল কার্যক্রম পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা  
কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী নিহত
নওগাঁয় যৌথ বাহিনীর টহল সন্দেহ হলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ
সরকারের কারও কারও বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে: তারেক রহমান
বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আটক ৪
জুলাইয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান
টাঙ্গাইল পৌরসভায় দুদকের অভিযান
ডিআইজি-এসপিসহ পুলিশের ৮২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি