অ্যাশেজে স্টোকসকে ঝুঁকি নিতে বারণ করলেন কুক
ঝুঁকি নিয়ে ধরা খেয়েছেন বেন স্টোকস। তার সিদ্ধান্তে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট হেরেছে ইংল্যান্ড। হাতছাড়া করেছে সিরিজ জয়ের সুযোগ। তাই আসন্ন অ্যাশেজে স্টোকসকে ঝুঁকি নিতে বারণ করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম ইনিংস শেষে ২২৬ রানের লিড পায় ইংল্যান্ড। তবে দলকে ব্যাটিংয়ে না পাঠিয়ে নিউজিল্যান্ডকে ফলোঅন করান স্টোকস। কিউইরা জ্বলে উঠে দ্বিতীয় ইনিংসে। এক সেঞ্চুরি এবং চার সেঞ্চুরিতে পায় ৪৮৩ রানের সংগ্রহ।সফরকারীদের জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৫৮।
চতুর্থ ইনিংসে রান তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। জো রুট বাদে কেউ পারেনি দলের হাল ধরতে। ফলস্বরূপ ২৫৬ রানে থামে ইংলিশরা এবং নিউজিল্যান্ড পায় ১ রানের অবিশ্বাস্য জয়। ইংল্যান্ডের এমন হার দেখে চুপ থাকতে পারলেন না সাবেক অধিনায়ক।
বুধবার বিবিসি রেডিওতে এক লাইভ অনুষ্ঠানে কুক বলেছেন, ‘আমি মনে করি না সে অ্যাশেজে ওমন ঝুঁকি নেবে। সিরিজ শেষে জানে যে বেন স্টোকস অ্যাশেজ জয়ী অধিনায়ক হবে কি না। তাই আমি মনে করি না যে সে ফলোঅন প্রয়োগ করতে যদি এটা অ্যাশেজ টেস্ট হত।’
সাবেক ইংলিশ ওপেনার যোগ করেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ওমন সিদ্ধান্তের কারণ ছিল তার কাছে। সে জানত যে নিউজিল্যান্ডকে জয়ের জন্য সত্যিই অসাধারণ খেলতে হবে।
আসলে সে দেখতে চায় বিভিন্ন পরিস্থিতিতে তার দলের কী হাল হয়। স্টোকস সবকিছু ভিন্নভাবে চিন্তা করে। কিন্তু যখন অ্যাশেজ সিরিজ সন্নিকটে তখন তাকে কিছুটা বদলাতে হবে, তবে বেশি নয়।’
এমএমএ/