পুরো আইপিএল খেলতে প্রস্তুত আর্চার
চলতি মাসের শেষে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্টের ১৬তম সংস্করণে জাসপ্রিত বুমরাহকে পাওয়া নিয়ে শঙ্কায় মুম্বাই ইন্ডিয়ান্স। ভারতীয় পেসারকে নিয়ে শঙ্কায় থাকায় ফ্র্যাঞ্চাইজিটিকে সুখবর দিলেন জফরা আর্চার। সেটা হলো- পুরো আইপিএলে খেলতে প্রস্তুত ক্যারিবীয় বংশোদ্ভূত এই ইংলিশ পেসার।
বুধবার (১ মার্চ) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং আইপিএলের কর্মকর্তারা ক্রিকবাজকে বলেছে, ‘আর্চার পুরো আইপিএল খেলার অপেক্ষায় রয়েছে।’
ইসিবির একটি সূত্র জানিয়েছে, ‘জফরা দারুণভাবে প্রস্তুত, আপনারা কি ঢাকায় ওয়ানডেতে তাকে দেখেননি?’
এদিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জ্বলে উঠেন আর্চার। ১০ ওভারে ৩৭ রান খরচায় শিকার করেন ২ উইকেট। টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড, যা শেষ হবে ১৪ মার্চ। বলা হচ্ছে, এরপরই ভারত সফরে যাবেন আর্চার।
পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই তাদের অভিযান শুরু করবে ২ এপ্রিল। চিন্নাস্বামী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আশা করা হচ্ছে, প্রথম ম্যাচ থেকেই মুম্বাইয়ের পেস আক্রমণভাগে নেতৃত্ব দেবেন ইংলিশ পেসার, যাকে গত বছর মেগা নিলামে ৮ কোটি রুপিতে কিনেছে মুম্বাই।
এসজি