মনে রাখতে হবে আমরাও বিশ্বচ্যাম্পিয়ন: মঈন আলী
এইতো মনে হয় সে দিন। এখনো পক্ষকাল পার হয়নি। বিপিএল খেলতে ঢাকায় এলেন মঈন আলী। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে এসে শেষ পর্যন্ত দলকে চ্যাম্পিয়ন করে কয়েকদিনের জন্য ফিরে যান ইংল্যান্ডে। এরপর আবার দেশের হয়ে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে আবার বাংলাদেশে আসেন ২৬ ফেব্রুয়ারি।
যে দলের সঙ্গে তিনি এসেছেন, সেই দলের গায়ে লাগানো আছে দুই দুইটি ‘বিশ্বচ্যাম্পিয়ন’ হওয়ার তকমা। কিন্তু সেই বিশ্বচ্যাম্পিয়ন দল নিয়ে তারা আসতে পারেননি। নিউ জিল্যান্ডে একই সময়ে টেস্ট সিরিজ খেলার পাশাপাশি ইনজুরি সমস্যা ইংল্যান্ডকে বেশ দুর্বল করে দিয়েছে।
ইংল্যান্ডের এই দুর্বলতার প্রমাণ পাওয়া যায় তাদের সাম্প্রতিক ফলাফলে। সর্বশেষ ১০ ম্যাচের ৭টিতেই তারা হেরেছে। জয় পেয়েছে ২টিতে। ১টি হয়েছে পরিত্যক্ত। আবার বিপরীতে অবস্থান বাংলাদেশের। তিন ফরম্যাটের মাঝে একমাত্র ওয়ানডেতেই বাংলাদেশ দাপুটে দল। একসময় তা ঘরের মাঠে হলেও এখন তা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। ঘরের মাঠে ২০১৬ সালে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জেতার পর সাম্প্রতিক সময়ে তারা দেশের বাইরে সিরিজ জিতেছে উইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও।
এমনকি বাংলাদেশের সর্বশেষ অর্জনও সিরিজ জয়। ঘরের মাঠে। তাও আবার ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে। সবচেয়ে বড় কথা ঘরের মাঠে সর্বশেষ ৭টি সিরিজেই বাংলাদেশ জিতেছে। আবার সর্বশেষ হেরেছিল এই ইংল্যান্ডের কাছে ২০১৬ সালে। এবার বাংলাদেশের সামনে সুযোগ ইংল্যান্ডকেও ঘরের মাঠে ধরাশায়ী করা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে বেলা ১২টায়। কিন্তু কাজটি সহজ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। জানিয়ে দিয়েছেন তারাও বিশ্বচ্যাম্পিয়ন। এটি ভুলে গেলে চলবে না।
তিনি বলেন, ‘বাংলাদেশ তাদের কন্ডিশনে অনেক ভালো দল হতে পারে। প্রতিপক্ষের জন্য তারা বিরাট হুমকিও। কিন্তু আমরাও বিশ্বচ্যাম্পিয়ন। এটি ভুলে গেলে চলবে না। এখানে আমাদের আগেও ভালো করার দৃষ্টান্ত আছে। কাজেই বাংলাদেশ ফেবারিট হলেও তাতে কিছু হবে না।’
সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে নিজেদের ভালো করতে না পারার কারণ বলতে গিয়ে মঈন আলী বলেন, ‘আমরা সাম্প্রতিক সময়ে বেশ কিছু ম্যাচ খেলেছি, যেখানে আমরা আমাদের সেরা দল পাইনি।’
তবে এবার ভালো করতে পারবেন বলে মনে করেন তিনি। এর কারণ হিসেবে মনে করেন তাদের বেশ কয়েকজন সেরা ক্রিকেটার দলে ফিরেছেন। তিনি বলেন, ‘এবার আমাদের দলে ফিরেছে (মার্ক) উড, জোফরা (আর্চার)। নতুন এসেছে উইল জ্যাকস। তাই সিরিজ শেষ না হওয়া পর্যন্ত কে ফেবারিট তা বলা যাচ্ছে না।’
বর্তমানে ইংল্যান্ড দল একই সময়ে দুইটি সিরিজ খেলছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে এটি স্বাভাবিকই মনে হচ্ছে। এটি শুধু আমাদের জন্য না, প্রায় সব দেশের জন্যই হবে। আমাদের খুবই ব্যস্ত সূচি। এভাবে পাশাপাশি দুইটি সিরিজ খেলার জন্য আমাদের পর্যাপ্ত ভালো খেলোয়াড় আছে। এখানেও আমরা বেশ শক্তিশালী দল নিয়ে এসেছি। সেখানেও (নিউ জিল্যান্ড) আমাদের ভালো দল গেছে। সব সংস্করণে ইংল্যান্ড তাই খুবই সৌভাগ্যবান একটি দল।’
এমপি/এসজি