ইংল্যান্ডের পরিবর্তে টিকিটে যুক্তরাজ্যের পতাকা!
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ শুরু হবে আগামীকাল ১ মার্চ ওয়ানডে ম্যাচ দিয়ে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। টিকিট বিক্রির প্রথম দিনে দেখা গেছে টিকিটের গায়ে ইংল্যান্ডের পতাকার পরিবর্তে ছাপানো হয়েছে যুক্তরাজ্যের পতাকা। সঙ্গে আছে বাংলাদেশের পতাকা।
যুক্তরাজ্যের পতাকা বলতে বোঝায় ইংল্যান্ডের সঙ্গে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলসকে। এই ৪টি দেশেরই স্বতন্ত্র পতাকা আছে। খেলাধুলাসহ অন্য যেকোনো মাধ্যমে যখন বিশ্বের কোনো কিছুতে অংশগ্রহণ করে থাকে, তখন নিজ নিজ দেশের পতাকা নিয়েই অংশগ্রহণ করে থাকে। ইংল্যান্ডের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় না। বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে ইংল্যান্ডের পতাকা না দিয়ে যুক্তরাজ্যের পতাকা দিয়ে ছাপানো হয়েছে টিকিট।
এ বিষয়ে বিসিবির প্রধান নিবার্হী নিজাম উদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে যোগাযোগ করা হলে ঢাকাপ্রকাশ-কে তিনি বলেন, এখানে কোনো ভুল হয়নি। যদি যুক্তরাজ্যের পতাকার পরিবর্তে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড কিংবা ওয়েলসের পতাকা হতো তবে সেটা ভুল হতো। ইংল্যান্ডের পতাকা হলে আরও নির্দিষ্ট করে বিষয়টি উল্লেখ থাকত। কিন্তু যুক্তরাজ্যের পতাকা হওয়ায় কোনো অসুবিধা হয়নি। আমরা এ ব্যাপারে ইসিবির (ইংল্যান্ড ক্রিকেট বোর্ড) সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টিকে এভাবেই দেখছেন।
এমপি/এসজি